সংবাদ শিরোনাম ::
ইসমত শিল্পীর কবিতা ‘অশ্রুবাষ্প’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
কে যায়—দলিত পথে
কে যায়—দলিত পথে—
যেখানে ঈশ্বরও জুতা খুলে হাঁটে,
প্রার্থনার অশ্রুবাষ্প
অত্যধিক মানুষের মতো—পা টিপে চলে।
কুয়াশার ধোঁয়ায় আবৃত—
সম্মিলিত দুঃখের ঘাম,
আচ্ছন্নতা ক্ষত জড়িয়ে আছে মুখে,
অশ্রুতে লবণাক্ত লজিক!
ওখানে কেবল ধুলো নয়—
একটি প্রত্যাখ্যাত সময়ের ছাই,
শতাব্দীর অবজ্ঞা
চূর্ণ হয়ে ওঠা নীরব সকাল
যে যায়—সে জানে;
শ্মশানে, ধ্যানে, সবুজে— কেবল সোনালি শ্বাসের গুঁড়ো।
কে যায়—দলিত পথে—
সে কারো উত্তরাধিকার নয়,
সে ভবিষ্যৎ। সে কেবল অলীক অতীত।
সে পরাজিত নয়—
সে কেবল অপেক্ষা করছে
নতুন ভাষার।



















