ইউক্রেনে এক বাংলাদেশিকে উদ্ধার করল ভারত
- আপডেট সময় : ১১:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২ ২৯১ বার পড়া হয়েছে
সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
ইউক্রেনে যুদ্ধ চলছে। রাশিয়ার ছোড়া রকেটের আঘাতে বাংলাদেশের সরকারী জাহাজ সমৃদ্ধ’র একজন নাবিক যিনি জাহাজের এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ অবস্থায় ইউক্রেন থেকে এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করল ভারত। নয়াদিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে এতথ্য জানান। তিনি আরও জানান, আমরা সব সময় আমাদের প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতা করতে চাই। মাঠ পর্যায় থেকে সাহায্যের অনুরোধ এলে তা আমরা বিবেচনা করি।
বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন এদিন সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনের বিভিন্ন স্থানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদের উদ্ধার করতে ভারতকে বাংলাদেশ অনুরোধ জানায়। অরিন্দম বাগচী জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে করে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। তবে ভারতীয়দের ফিরিয়ে আনার চাপ কমে এসেছে। এখন অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করা সম্ভব হবে।






















