আরাকান আর্মির কব্জায় আরও এক পণ্যবাহী কার্গো!
- আপডেট সময় : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কব্জায় থাকা বাংলাদেশের তিনটি পণ্যবোঝাই কার্গোর মধ্যে দুটোকে মুক্ত করে দেবার পর টেকনাফে ফিরে আসলেও ৩০ হাজার বস্তা মালামালসহ অপর কার্গোটি এখনও জিম্মি।
১৬ জানুয়ারি মিয়ানমারের ইয়াংগুন থেকে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল নিয়ে কক্সবাজরের টেকনাফ স্থলবন্দরে ফিরে আসছিলো। এসময় নাফ নদের মোহনায় বাংলাদেশি তিনটি পণ্যবাহী কার্গো তল্লাশির নামে আটক করে।
সোমবার সকালে সাতুরু এবং এমভি হারকিউলিস নামে দুটি পণ্যবাহী কার্গো ফেরত এসেছে। সেখানে ২৭ হাজার ২২২ বস্তা মালামাল রয়েছে। সেগুলো বন্দরের কার্যক্রম শেষে খালাসের প্রস্তুতি চলছে। চারদিন আটকা থাকার পর সোমবার কার্গো দুটোকে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান, আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি পণ্যবাহী কার্গো ঘাটে পৌঁছেছে। এখনও আরও একটি কার্গো তাদের হেফাজতে রয়েছে।
আমদানিকারক কায়েস এন্টারপ্রাইজের মালিক নুরুল কায়েস সাদ্দাম বলেন, আটক কার্গোতেও আমাদের বিভিন্ন পণ্য রয়েছে। রাখাইনে যুদ্ধের পর ব্যবসায় মন্দা চলছে। তার ওপর এ ধরনের ঘটনায় ব্যবসায়ীরা বিপাকে রয়েছে।



















