ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

অবৈধ ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ জরুরী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে অবৈধ ব্যাটারি চালিত রিকশা আশঙ্কাহারে বেড়ে গিয়েছে। প্রায় প্রতিদিন নতুন নতুন অবৈধ ব্যাটারি চালিত রিকশা রাস্তায় নামছে।

অভিযোগ রয়েছে, এসব রিকশার সিংহভাগই অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হয়। তাতে ডলারে কেনা বিদ্যুতের অপচয় হচ্ছে। প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করছে ব্যাটারিচালিত রিকশা।

এ অবস্থায় দাবি ওঠেছে অবৈধ ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি বিবৃতিতে বলেছে, দুর্ঘটনা এড়াতে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পাশাপাশি চলাচলযোগ্য রিকশার মান নির্ধারণ ও চালকদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

রবিবার জাতীয় কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে সরকারের প্রতি এ দাবি জানান।

সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, জনবহুল বড় বড় শহরসহ মহাসড়ক ও দূরপাল্লার সড়কে ব্যাটারিচালিত রিকশার মতো তিন চাকার অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকাসহ দেশজুড়ে প্রায় ৩০-৪০ লাখের অধিক ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে।

এসব রিকশার চালকদের কোনো প্রশিক্ষণ নেই। চালকদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় তারা বেপরোয়াভাবে গাড়ি চালান। এতে বিভিন্ন স্থানে প্রতিদিন যেমন ছোটবড় দুর্ঘটনা ঘটছে, তেমনি পথচারীদের চলাচল ও সড়ক পারাপারে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

দুর্ঘটনা এড়াতে শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ, চালকদের অবিলম্বে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রদান এবং এ ধরনের রিকশার অবকাঠোমোগত মানোন্নয়নের জোর দাবি জানান নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবৈধ ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ জরুরী

আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

 

রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে অবৈধ ব্যাটারি চালিত রিকশা আশঙ্কাহারে বেড়ে গিয়েছে। প্রায় প্রতিদিন নতুন নতুন অবৈধ ব্যাটারি চালিত রিকশা রাস্তায় নামছে।

অভিযোগ রয়েছে, এসব রিকশার সিংহভাগই অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হয়। তাতে ডলারে কেনা বিদ্যুতের অপচয় হচ্ছে। প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করছে ব্যাটারিচালিত রিকশা।

এ অবস্থায় দাবি ওঠেছে অবৈধ ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি বিবৃতিতে বলেছে, দুর্ঘটনা এড়াতে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পাশাপাশি চলাচলযোগ্য রিকশার মান নির্ধারণ ও চালকদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

রবিবার জাতীয় কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে সরকারের প্রতি এ দাবি জানান।

সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, জনবহুল বড় বড় শহরসহ মহাসড়ক ও দূরপাল্লার সড়কে ব্যাটারিচালিত রিকশার মতো তিন চাকার অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকাসহ দেশজুড়ে প্রায় ৩০-৪০ লাখের অধিক ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে।

এসব রিকশার চালকদের কোনো প্রশিক্ষণ নেই। চালকদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় তারা বেপরোয়াভাবে গাড়ি চালান। এতে বিভিন্ন স্থানে প্রতিদিন যেমন ছোটবড় দুর্ঘটনা ঘটছে, তেমনি পথচারীদের চলাচল ও সড়ক পারাপারে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

দুর্ঘটনা এড়াতে শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ, চালকদের অবিলম্বে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রদান এবং এ ধরনের রিকশার অবকাঠোমোগত মানোন্নয়নের জোর দাবি জানান নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।