ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘ-হাতি শিকারে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ, সম্প্রীতির বাংলাদেশই লক্ষ্য: প্রেস সচিব ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিংয়ে টেকসই উন্নয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের সূচনা মাদুরোর নজির টেনে কাদিরভের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জেলেনস্কির এবার পাতানো নির্বাচন হবে না: কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনের মোদিকে শায়েস্তা করতে ট্রাম্পের কড়া পদক্ষেপ? ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ৭ লাখ ২৮ হাজার প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি এলপিজি ঘিরে নীরব অর্থনৈতিক সন্ত্রাসে জিম্মি ভোক্তা, কঠোর পদক্ষেপের দাবি ইসমত শিল্পীর কবিতা ‘অশ্রুবাষ্প’ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতিতে বাংলাদেশ: সর্বোচ্চ গুণতে সাড়ে ১৮ লাখ টাকা

অনলাইনে কর-ভ্যাট দাখিলে ভয়ের কিছু নেই: কর সংস্কারে আস্থার বার্তা এনবিআর চেয়ারম্যানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

ডিআরইউ আয়োজিত আয়কর রিটার্ন সাপোর্টিং বুথ উদ্বোধন অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হাতে ক্রেস্ট তুলে দেন ডিআরইউ নেতৃবৃন্দ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া, ঢাকা 

ডিজিটাল কর ব্যবস্থার প্রতি করদাতাদের আস্থা বাড়াতে এবং স্বচ্ছ রাজস্ব সংস্কারকে এগিয়ে নিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর ) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আনুষ্ঠানিকভাবে বুথের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ব্যাংক সংক্রান্ত তথ্য প্রদান নিয়ে অহেতুক আতঙ্কের কোনো কারণ নেই। আমরা কারো ব্যক্তিগত ব্যাংক লেনদেন নজরদারি করি না।

নিয়মতান্ত্রিকভাবে সঠিক তথ্য দিলে করদাতাদের ভয়ের কিছু নেই, বলেন তিনি। তবে তিনি স্পষ্ট করেন, আইন অনুযায়ী তদন্তের প্রয়োজন হলে এনবিআরের গোয়েন্দা বিভাগ দায়িত্ব পালন করবে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনলাইনে কর-ভ্যাট দাখিলে ভয়ের কিছু নেই: কর সংস্কারে আস্থার বার্তা এনবিআর চেয়ারম্যানের
অনলাইনে কর-ভ্যাট দাখিলে ভয়ের কিছু নেই: কর সংস্কারে আস্থার বার্তা এনবিআর চেয়ারম্যানের

স্বাগত বক্তব্যে অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল বলেন, দেশপ্রেম নাগরিক দায়িত্ববোধ থেকেই আয়কর রিটার্ন দাখিল করা জরুরি। এই প্রক্রিয়া সহজ করতে ডিআরইউ প্রথমবারের মতো সদস্যদের জন্য সাপোর্টিং বুথ চালু করেছে, যেখানে আয়কর আইনজীবী উপদেষ্টারা সরাসরি সহায়তা দিচ্ছেন।

এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ উন্মুক্ত রয়েছে। পাশাপাশি বয়স্ক করদাতাদের কথা বিবেচনায় রেখে ম্যানুয়াল পদ্ধতিও চালু আছে। তিনি আরও বলেন, এখনও ভ্যাট আংশিকভাবে কাগজে নেওয়া হচ্ছে, তবে আগামী বছর থেকে ভ্যাট ব্যবস্থাও পুরোপুরি অনলাইনে রূপান্তরিত হবে। এর মাধ্যমে কর প্রশাসনে স্বচ্ছতা দক্ষতা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনলাইনে কর-ভ্যাট দাখিলে ভয়ের কিছু নেই: কর সংস্কারে আস্থার বার্তা এনবিআর চেয়ারম্যানের
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ উদ্বোধন করেন চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর এস এম সাকিল আহমাদ বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের কর পরিশোধে ইতিবাচক ভূমিকা অন্য পেশাজীবীদেরও উদ্বুদ্ধ করবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক বলেন, অনলাইন রিটার্ন ব্যবস্থা করদাতাদের জন্য প্রক্রিয়াকে সহজ করেছে, তবে জনসম্পৃক্ততা বাড়াতে এনবিআরকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।

অর্থনীতিবিদদের মতে, ডিজিটাল কর ব্যবস্থার বিস্তার, করদাতাদের ভীতি দূর করা এবং পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ, এই তিনটি বিষয় রাজস্ব আহরণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিআরইউর এই উদ্যোগ কর সংস্কারে আস্থা তৈরির একটি কার্যকর উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনলাইনে কর-ভ্যাট দাখিলে ভয়ের কিছু নেই: কর সংস্কারে আস্থার বার্তা এনবিআর চেয়ারম্যানের

আপডেট সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

আমিনুল হক ভূইয়া, ঢাকা 

ডিজিটাল কর ব্যবস্থার প্রতি করদাতাদের আস্থা বাড়াতে এবং স্বচ্ছ রাজস্ব সংস্কারকে এগিয়ে নিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর ) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আনুষ্ঠানিকভাবে বুথের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ব্যাংক সংক্রান্ত তথ্য প্রদান নিয়ে অহেতুক আতঙ্কের কোনো কারণ নেই। আমরা কারো ব্যক্তিগত ব্যাংক লেনদেন নজরদারি করি না।

নিয়মতান্ত্রিকভাবে সঠিক তথ্য দিলে করদাতাদের ভয়ের কিছু নেই, বলেন তিনি। তবে তিনি স্পষ্ট করেন, আইন অনুযায়ী তদন্তের প্রয়োজন হলে এনবিআরের গোয়েন্দা বিভাগ দায়িত্ব পালন করবে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনলাইনে কর-ভ্যাট দাখিলে ভয়ের কিছু নেই: কর সংস্কারে আস্থার বার্তা এনবিআর চেয়ারম্যানের
অনলাইনে কর-ভ্যাট দাখিলে ভয়ের কিছু নেই: কর সংস্কারে আস্থার বার্তা এনবিআর চেয়ারম্যানের

স্বাগত বক্তব্যে অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল বলেন, দেশপ্রেম নাগরিক দায়িত্ববোধ থেকেই আয়কর রিটার্ন দাখিল করা জরুরি। এই প্রক্রিয়া সহজ করতে ডিআরইউ প্রথমবারের মতো সদস্যদের জন্য সাপোর্টিং বুথ চালু করেছে, যেখানে আয়কর আইনজীবী উপদেষ্টারা সরাসরি সহায়তা দিচ্ছেন।

এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ উন্মুক্ত রয়েছে। পাশাপাশি বয়স্ক করদাতাদের কথা বিবেচনায় রেখে ম্যানুয়াল পদ্ধতিও চালু আছে। তিনি আরও বলেন, এখনও ভ্যাট আংশিকভাবে কাগজে নেওয়া হচ্ছে, তবে আগামী বছর থেকে ভ্যাট ব্যবস্থাও পুরোপুরি অনলাইনে রূপান্তরিত হবে। এর মাধ্যমে কর প্রশাসনে স্বচ্ছতা দক্ষতা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনলাইনে কর-ভ্যাট দাখিলে ভয়ের কিছু নেই: কর সংস্কারে আস্থার বার্তা এনবিআর চেয়ারম্যানের
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ উদ্বোধন করেন চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর এস এম সাকিল আহমাদ বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের কর পরিশোধে ইতিবাচক ভূমিকা অন্য পেশাজীবীদেরও উদ্বুদ্ধ করবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক বলেন, অনলাইন রিটার্ন ব্যবস্থা করদাতাদের জন্য প্রক্রিয়াকে সহজ করেছে, তবে জনসম্পৃক্ততা বাড়াতে এনবিআরকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।

অর্থনীতিবিদদের মতে, ডিজিটাল কর ব্যবস্থার বিস্তার, করদাতাদের ভীতি দূর করা এবং পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ, এই তিনটি বিষয় রাজস্ব আহরণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিআরইউর এই উদ্যোগ কর সংস্কারে আস্থা তৈরির একটি কার্যকর উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।