১১ আগস্ট খুলছে মার্কেট-শপিংমল, চলবে গণপরিবহন
- আপডেট সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ২৫৮ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
করোনার উচ্চ সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। সংক্রমণ থেকে রক্ষায় করণীয় ব্যবস্থাগুলো সরকারের তরফে নেওয়া হয়েছে। সে অনুযায়ী লকডাউন তথা কঠোর বিধিনিষেধ জারি করে সরকার।
সংক্রমণ রুখতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট থেকে চলবে গণপরিবহন, খুলবে মার্কে -শপিংমল।
১ জুলাই থেকে চলা বিধিনিষেধ ১৪ জুলাই সাতদিনের জন্য শিথিল করা হয়েছিলো কোরবানির ঈদকে সামনে রেখে। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধের মধ্যে হাটছে বাংলাদেশ।
এ অবস্থায় দেশের আর্থ-সামাজিক এবং রপ্তানির বিষয়টি বিবেচনায় নিয়ে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী সকল কারাখানা খুলে দিয়েছে সরকার। এক্ষেত্রে স্বাস্থ্যবিধির বিষয়টি অবশ্যই সামনে রাখতে হবে।
এ অবস্থায় মঙ্গলবার চলমান বিধিনিষেধের বিষয়ে নীতিনির্ধারণী উচ্চপর্যায়ের বৈঠকে ১০ আগস্ট পর্যন্ত চলবে বিধিনিষেধ। সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি জানান, ১১ আগস্ট থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হবে। এ সময় থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহন।
১১ আগস্ট থেকে চলবে গণপরিবহন
এদিন থেকে সীমিত আকারে চলাচল শুরু হবে গণপরিবহন। বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে টিকার দেওয়ার শর্তজুড়ে দিয়ে ১১ আগস্ট থেকে দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খুলবে মার্কেট-শপিংমল
করোনার বিস্তার রোধে ১১ আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে, দেশের সকল ব্যবসা-প্রতিষ্ঠান, মার্কেট-শপিংমল। সীমিত আকারে চলবে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মান্যতায় কঠোররতার বিষয়টি থাকছেই। এরই মধ্যে টিকাকরণ কর্মসূচি জোরদার করা হয়েছে। সাত দিনের মধ্যে এক কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সরকার। দীর্ঘ সময় বন্ধ রয়েছে দেশের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্যার মুখোমুখি।




















