হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু, পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে বিতর্ক
- আপডেট সময় : ১০:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি গুরুত্বপূর্ণ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে করা তিনটি পৃথক আপিলের শুনানি আপিল বিভাগে শুরু হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করে। কার্যতালিকায় তিনটি আপিলই প্রথম তিন নম্বরে স্থান পায়। এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষভুক্ত হয়েছেন।
গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিল করে রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসংক্রান্ত সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা এবং সংবিধানে সংযোজিত ৭ক, ৭খ ও ৪৪(২) অনুচ্ছেদ সাংবিধানিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করা হয়।
একই সঙ্গে গণভোটের বিধান সম্পর্কিত ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। তবে সংশোধনী আইন পুরোপুরি বাতিল করা হয়নি এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি প্রথম লিভ টু আপিল করেন। নওগাঁর মোফাজ্জল হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মিয়া গোলাম পরওয়ার পৃথক দুটি আপিল করেন। আপিল বিভাগ গত ১৩ নভেম্বর তিনটি আবেদনেরই লিভ টু আপিল মঞ্জুর করে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া শুনানিতে এ আপিলগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হচ্ছে। ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনী আইন পাস করে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ মোট ৫৪টি ক্ষেত্রে সংবিধান সংশোধন করা হয়। ২০২৫ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর এ সংশোধনীর বৈধতা প্রশ্নে দুইটি রিট হয়, যার ভিত্তিতে হাইকোর্ট ঐতিহাসিক রায়টি দেন।
এখন আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশের সংবিধান কাঠামোয় পঞ্চদশ সংশোধনীর ভবিষ্যৎ।



















