সংবাদ শিরোনাম ::
শুভ বিজয়া
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৩৮৮ বার পড়া হয়েছে
অগ্নিশিখা’র কবিতা
আজ বিসর্জনের গোধূলি বেলার
রক্তিম আলোয়
পিছনে ফিরে চাইলাম-
ফেলে আসা প্রান্তরের
আলো আঁধারিতে মনে পড়লো
কতো নবমীর নিশি,
সামনের দিকে হাত বাড়ালাম
আকূল সমুদ্রে দিশেহারা মন,
পিছনে আর সামনের মাঝে
এই রক্তিম গোধূলি আলো…..
ভালবাসি ভালবাসি…
ভাল থেকো সকলে।
শুভ হোক বিজয়ার নিশি।
(কবি অগ্নিশিখা। একাধারে লেখক, সম্পাদক, প্রকাশ, সমাজ চিন্তক এবং নারী সংগঠক। অর্থনৈতিক সফলতা অর্জনেও সফল। নিজের ভাবনাকে ছড়িয়ে দিতে সমাজের পিছিয়ে পড়া নারী সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন, যে কোন বাধাবিপত্তিকে মোকাবেলা করে। নারীর স্বাধীনতায় বিশ্বাসী এবং প্রতিষ্ঠাতার জন্য প্রয়োজন নারীর অর্থনৈতিক সাবলম্বিতা। সেই কাজটি করবার জন্যই উদ্যোগ নিয়েছেন অগ্নিশিখা। নামের সঙ্গে কাজের মিল রয়েছে বলা যায়। তার উদ্যোগ আরও গতিশীল হবে এই প্রত্যাশা।)
























