শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ আটক ২
- আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
যশোরের শার্শা থানা পুলিশের ‘ডেভিল হান্ট ফেইজ–২’ অভিযানে ভারতীয় ১৬টি মোবাইল ফোন ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪৮) এবং একই গ্রামের সিরাজুল ইসলাম (৩৯)। উভয়ের পিতা মৃত মুনছুর আলী।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া তদন্তকেন্দ্রের আওতাভুক্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় নাভারণ থেকে বাগআঁচড়া অভিমুখী পাকা সড়কের ওপর বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া গ্রামে অবস্থিত আমতলা এলাকার ‘মেসার্স সরদার ট্রেডার্স’ নামক একটি কীটনাশক দোকানের সামনে থেকে সন্দেহভাজন অবস্থায় তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১৬টি মোবাইল ফোন ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক দুই আসামির বিরুদ্ধে শার্শা থানায় মামলা নম্বর–১০, তারিখ–১৩/০১/২০২৬ খ্রি., ধারা–২৫বি(১)(বি)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার (১৪ জানুয়ারি) আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















