ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা

রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৩২২ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাঙ্গা কার্যত রণক্ষেত্র। কয়েক দিনের অবরোধ-আন্দোলনের আজ চূড়ান্ত তান্ডব চালানো হয়। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ভবন ভাঙচুর, থানা ঘেরাও এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের নিরাপত্তার মধ্যেই সোমবার দুপুরে এ ঘটনা ঘটলো।

গত ৪ অগাস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে পাশের ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়।

এর প্রতিবাদে গত ৫ দিনে তিন দফায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আন্দোলন করেছে স্থানীয়রা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। সবশেষ রোববারও সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে আন্দোলনরতরা ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং উপজেলা পরিষদে অগ্নিসংযোগ করে।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা পাশে আছি। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।

রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর
রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর

ভাঙ্গায় চলমান বিক্ষোভ-অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় রোববার রাতে ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে এ মামলা করেন। এতে আন্দোলন ঘিরে গঠিত সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে প্রধান আসামি করা হয়।

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে নতুন করে সোমবার ও মঙ্গলবার অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সকালে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের দুটি স্থানে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংসদীয় আসন পুনর্বিন্যাসের এই আন্দোলন পুরো ভাঙ্গা উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এতোদিন এ উপজেলার আলগী ও হামেরদীবাসী আন্দোলন করলেও সোমবার অন্যান্য ইউনিয়নের লোকজনও যোগ দেয়।

বেলা ১১টার দিকে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে এসে থেকে ভাঙ্গা সদর হাসপাতালের সামনে জড়ো হয়। তাদের তোপের মুখে পিছু হটে রাস্তা থেকে সরে দাঁড়ায় পুলিশ।

আন্দোলনকারীরা ভাঙ্গা থানার অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর এবং হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ০৪:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ভাঙ্গা কার্যত রণক্ষেত্র। কয়েক দিনের অবরোধ-আন্দোলনের আজ চূড়ান্ত তান্ডব চালানো হয়। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ভবন ভাঙচুর, থানা ঘেরাও এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের নিরাপত্তার মধ্যেই সোমবার দুপুরে এ ঘটনা ঘটলো।

গত ৪ অগাস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে পাশের ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়।

এর প্রতিবাদে গত ৫ দিনে তিন দফায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আন্দোলন করেছে স্থানীয়রা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। সবশেষ রোববারও সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে আন্দোলনরতরা ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং উপজেলা পরিষদে অগ্নিসংযোগ করে।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা পাশে আছি। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।

রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর
রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর

ভাঙ্গায় চলমান বিক্ষোভ-অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় রোববার রাতে ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে এ মামলা করেন। এতে আন্দোলন ঘিরে গঠিত সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে প্রধান আসামি করা হয়।

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে নতুন করে সোমবার ও মঙ্গলবার অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সকালে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের দুটি স্থানে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংসদীয় আসন পুনর্বিন্যাসের এই আন্দোলন পুরো ভাঙ্গা উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এতোদিন এ উপজেলার আলগী ও হামেরদীবাসী আন্দোলন করলেও সোমবার অন্যান্য ইউনিয়নের লোকজনও যোগ দেয়।

বেলা ১১টার দিকে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে এসে থেকে ভাঙ্গা সদর হাসপাতালের সামনে জড়ো হয়। তাদের তোপের মুখে পিছু হটে রাস্তা থেকে সরে দাঁড়ায় পুলিশ।

আন্দোলনকারীরা ভাঙ্গা থানার অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর এবং হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।