মৌসুমের রেকর্ড বৃষ্টিতে ভাসলো রাজশাহী-ময়মনসিং
- আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
মৌসুমের রেকর্ড বৃষ্টিতে ভাসলো রাজশাহী নগরী। আবহাওয়া গবেষকেরা বর্ষার শেষ প্রান্তে এসে এতো বৃষ্টির কারণ দেশের স্থলভাগে বর্তমানে দুটি স্থানে নিম্নচাপ একত্রিত হয়ে প্রচুর জলীয় বাষ্প ও বাতাস টেনে নিয়ে আসছে। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে ভারত মহাসাগর দ্বিচক্র আইওডি সক্রিয় হয়ে উঠেছে। তৃতীয়ত, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে বিপুল পরিমাণে মেঘ জড়ো করছে।
ভারী বর্ষণে রাজশাহী ভাসিয়ে এবার ময়মনসিংহ শহর সয়লাব করে দিয়েছে। হাওয়া অফিস বলছে, বেশির ভাগ জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩৭৮ মিলিমিটার। স্বাধীনতার পর ময়মনসিংহে এটি দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি।
আবহাওয়াবিদ বজলুর রশিদ ভাষায় মৌসুমি বায়ুর বিদায়বেলায় সাধারণত বৃষ্টি বেড়ে যায়। এবার স্থলনিম্নচাপ এর সঙ্গে যুক্ত হওয়ায় বৃষ্টি বেড়েছে। শুক্রবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে।

চলতি মাসের শুরুতে বঙ্গোপসাগর ও আরব সাগরে একই সময় দুটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। নিম্নচাপ দুটি দ্রুত স্থলভাগে উঠে পড়ে। আরব সাগরেরটি মুম্বাই দিয়ে এবং বঙ্গোপসাগরেরটি পশ্চিমবঙ্গ দিয়ে স্থলভাগে উঠে যায়। পরে দুটি একত্র হয়ে বৃহস্পতিবার ভারতের সিকিম হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে রাজশাহীতে ঢোকে।
এদিন রাজশাহীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া দিয়ে সিলেটের দিকে এগোয়। এ কারণে আজ ও আগামীকাল সেসব এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৪ ঘন্টায় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ময়মনসিংহে।




















