মমিটি ৮০০ বছরের পুরোনো
- আপডেট সময় : ০৭:৪৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
সিজার এই মমির নাম রেখেছেন ‘হুয়ানিতা’। তিনি জানান, এই মমি তার আধ্যাত্মিক প্রেমিকার মতো।
পেরুর রাজধানী লিমা থেকে ৮০০ মাইল দূরের শহর পুনো। সেই শহরের বাসিন্দা ২৬ বছর বয়সী হুলিও সিজার। একসময় একটি প্রতিষ্ঠানের হয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কাজ করতেন। সম্প্রতি পেরুর পুলিশ হুলিও সিজারকে আটক করেছে। কারণ, তিন দশক ধরে একটি মমি নিজের সঙ্গে রেখেছেন এই তরুণ।
শনিবারের ঘটনা। পুনোর একটি পার্কে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সিজার। এ সময় ওই পার্কে পুলিশের একদল সদস্য টহল দিচ্ছিলেন। সেখানে সিজারের একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ইজোথার্মাল সেই ব্যাগে ছিল একটি মমি, যেটি ৬০০-৮০০ বছরের পুরোনো। মমিটি বন্ধুদের দেখাতে এনেছেন বলে দাবি সিজারের।
সিজার এই মমির নাম রেখেছেন ‘হুয়ানিতা’। তিনি জানান, এই মমি হলো তার ‘আধ্যাত্মিক প্রেমিকা’র মতো। তার বাবা ৩০ বছর আগে মমিটি তাদের বাড়িতে এনেছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে সিজার বলেছেন, বাড়িতে সে আমার সঙ্গে আমার কক্ষে থাকে। আমার সঙ্গে ঘুমায়। আমি তার যত্ন নিই।
তবে পুলিশের অভিযোগ, মমিটি বিক্রি করতে সেটি ব্যাগে করে বাইরে এনেছিলেন সিজার। তবে সিজারের দাবি, বন্ধুরা দেখতে চেয়েছিল, তাই মমি বাইরে আনেন। পেরুর একজন সরকারি কর্মকর্তা জানান, সিজারকে আটকের পর পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিজার পুলিশের হেফাজতে থাকবেন।
দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সিজারের কাছ থেকে উদ্ধার হওয়া এই মমি একজন পুরুষের। তার বয়স ছিল আনুমানিক ৪৫ বছর। সম্ভবত এটি পুনো শহরের পূর্ব দিকে ছিল। মমি উদ্ধার করার পর ঐতিহ্যের বিষয়টি বিবেচনা করে এটি সংরক্ষণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র : এএফপি পুনো



















