ভারত থেকে আমদানি, হিলিতে কাঁচামরিচের কেজি ৬৫ টাকা
- আপডেট সময় : ১১:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
হঠাৎ কাঁচামরিচের কেজি ২০০ টাকায় পৌছোয় বাংলাদেশে। এটি নতুন নয়। এর আগেও ১০০০ টাকায় বিক্রি হয়েছে কাঁচামরিচের কেজি। তখন বারত থেকে কাঁচামরিচ আমদানি করে বাজার সামাল দেওয়া গিয়েছিলো।
এবারেও একই কাণ্ড। কাঁচামরিচ ২০০ টাকা কেজি ওঠছার পর ভারত থেকে আমদানি করতে হলো। দু’দিন আগে প্রায় ১০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে বাংলাদেশে। প্রতি টন ২০০ মার্কিন ডলারে আমদানিকৃত কাঁচামরিচের প্রতি কেজিতে শুল্ক দিতে হবে প্রায় ৩৫ টাকা।
বাংলাদেশের দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি কারক মাহবুব হোসেন জানান, ১০ টাকা লাভ রেখে প্রতি কেজি কাঁচামরিচ ৬৫ টাকা দরে বিক্রি করা হবে।
বৃহস্পতিবার (২৪ মে) কাঁচামরিচ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। হিলি স্থলবন্দর প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহাবুব হোসেন বলেন, দাবদাহের কারণে দেশে মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন ব্যহত হয়েছে। একারণে দেশে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ তেকে ২০০ টাকায়।
আমদানিকারক জানান, দেশে কাঁচামরিচের উর্ধমুখি বাজার নিয়ন্ত্রণে রাখতে গত শুক্রবার পাঁচটি ট্রাকে ৫০ টন কাঁচামরিচ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। আমদানি করা মরিচ দেশের বাজারে দ্রুত সরবরাহ হলে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায় আসবে।




















