ব্রিটিশ যাতুঘর থেকে খ্রিষ্টপূর্ব পনেরো শতকের গহনা ও রত্নপাথর চুরি
- আপডেট সময় : ০৮:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২২০ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ব্রিটিশ যাতুঘর থেকে খ্রিষ্টপূর্ব পনেরো শতক থেকে উনিশ শতক সময়ের মূল্যবান কিছু প্রত্নসামগ্রী নিখোঁজ ও চুরির ঘটনা ঘটেছে। এই অভিযোগে এক কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
চুরি যাওয়া উপকরণের মধ্যে স্বর্ণালংকার, রত্মপাথর ও গ্লাস রয়েছে। সেগুলো যাদুঘরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল না। বেশির ভাগ সামগ্রীই অ্যাকাডেমিক ও গবেষণার কাজে একটি স্টোর রুমে সংরক্ষিত ছিল।
ঐতিহাসিক এসব উপাদানগুলোর হদিস মিলছিলো না। একারণে দায়িত্বপ্রাপ্ত এক কর্মীকে বরখাস্তের পাশাপাশি লন্ডন মেট্রোপলিটন পুলিশ এটি তদন্তে নেমেছে। বুধবার ব্রিটিশ যাদুঘর বিবৃতিতে বলছে, তারা বর্তমানে যাদুঘরে নিরাপত্তার বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করছে।
এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ইকোনমিক ক্রাইম কমান্ড তদন্ত করছে।
মেট্রোপলিটন পুলিশ বলেছে, ‘ব্রিটিশ যাদুঘর কর্তৃপক্ষের পাশাপাশি আমরা কাজ করছি, তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে। এই মুহূর্তে এর বেশি কোনো তথ্য বলা যাচ্ছে না।
সংগ্রহশালা থেকে মূল্যবান প্রত্ন সামগ্রী উধাও হওয়ায় বিস্মিত ব্রিটিশ যাদুঘরের পরিচালক হার্টউইগ ফিশার বলছেন, ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক। যা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করছে কর্তৃপক্ষ। খুঁজে না পাওয়া সামগ্রীগুলো ফিরিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
ইতিমধ্যে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। পাশাপাশি কোন কোন সামগ্রীর হদিস পাওয়া যাচ্ছে না বা চুরি হয়ে গেছে তার সুনির্দিষ্ট হিসাব পেতে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি।



















