বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয়
- আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
বেনাপোল বন্দর: ২০২৪-২৫ আয় ও পরিসংখ্যান ভিত্তিক প্রতিবেদন
বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য ও যাত্রী যাতায়াত কেন্দ্র। ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউস তার নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোট ৭,০২১.৫১ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে, যা পূর্ব নির্ধারিত ৬,৭০৫ কোটি টাকার লক্ষ্য থেকে প্রায় ৩১৬.৫১ কোটি টাকা বেশি।
এই আয় ৪.৭২% বেশি হারে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে এবং আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আয়েও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
শনিবার একদিনে ভ্রমণ খাতে সরকারের প্রায় ১২ লাখ টাকা আর বাণিজ্য খাতে প্রায় ১১ কোটি টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে।
বেনাপোল দেশের সামগ্রিক স্থল বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ পরিচালনা করে থাকে এবং এখানে আমদানি-রফতানি পণ্যের বড় পরিমাণ লেনদেন হয়ে থাকে। বিভিন্ন পণ্য যেমন কাঁচা মাল, বোনা কাপড়, অ্যালুমিনিয়াম, গাড়ির অংশ, পাইপ, লেটেক্স ইত্যাদি আমদানি হয়েছে, এবং রপ্তানিও বৃদ্ধি পেয়েছে।
যাত্রী পারাপারের ক্ষেত্রেও বড় ভূমিকা রয়েছে বেনাপোলে। ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রায় ১১ লাখ ৯০ হাজার ৮২১ জন পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন, যদিও এটি আগের বছরের তুলনায় কমে গেছে বলে জানা গেছে।
যাত্রী যাতায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ভ্রমণ খাতে অর্জিত রাজস্ব ছিল উল্লেখযোগ্য, যেমন সরকারের রাজস্ব আয় পাসপোর্টধারীদের যাতায়াত থেকে এসেছে। যদিও ২০২৪-২৫ এ আগের বছরের তুলনায় যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ভ্রমণ খাতে রাজস্ব আয়েও প্রতিকূল প্রভাব পড়েছে।

এই সব পরিসংখ্যানের আলোকে বোঝা যায় বেনাপোল বন্দরের অর্থনৈতিক অগ্রগতি ও সীমাবদ্ধতা রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও যাত্রী ও বাণিজ্যিক গতিবিধিতে কিছু হ্রাস লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতে আরও উন্নত পরিকল্পনা ও নীতিগত সমন্বয়ের মাধ্যমে সমাধান করা প্রয়োজন।
এদিকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে শনিবার যাতায়াত করেছে ১৩৬২ জন পাসপোর্টধারী। এসময় ভারতের সাথে ৩২৮ ট্রাক পণ্যের আমদানি,রফতানি বাণিজ্য হয়েছে।
এতে ভ্রমণ খাতে সরকারের প্রায় ১২ লাখ টাকা আর বাণিজ্য খাতে প্রায় ১১ কোটি টাকা রাজস্ব আহরণ হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় মানিচেঞ্জার ব্যবসায়ীদের তথ্য মতে, রোববার বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে মিলেছে ৭৪.৫০ ভারতীয় রুপি এবং ভারতীয় ১০০ রুপিতে বাংলাদেশি টাকা পাওয়া গেছে ১৩২ টাকা। প্রতি ইউএস ডলারের ক্রয় মূল্য ছিল ১২৫ টাকা এবং বিক্রয় মূল্য ১২৬ টাকা।



















