বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‘বরের মৃত্যু’
- আপডেট সময় : ০৮:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু : সংগৃহীত
বিয়েবাড়ির আলোকসজ্জার তারে বিদ্যুতায়িত হয়ে বরের করুন মৃত্যু হয়েছে। আলোকসজ্জার ছেঁড়া বৈদ্যুতিক তার ঘরের বারান্দার গ্রিলের সঙ্গে ঠেকেছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাসরঘরে ঢোকার আগে সেই গ্রিলে বরের হাত লাগে। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পর বিকেলে বরপক্ষ কনে বাড়ি নিয়ে আসে। সন্ধ্যার পর বর নিজেই বাড়িতে আলোকসজ্জার বাতিগুলো জ্বালিয়ে দেন। এরপর রাত আটটার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় বারান্দার গ্রিলে শাকিলের হাত লেগে যায়। এতেই তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।
বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু
বিয়েবাড়ির আলোকসজ্জার তারে বিদ্যুতায়িত হয়ে বরের করুন মৃত্যু হয়েছে। আলোকসজ্জার ছেঁড়া বৈদ্যুতিক তার ঘরের বারান্দার
বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শাকিল হোসেন (২১) এলাকার আবদুস সালামের একমাত্র ছেলে। শাকিল একজন চাল ব্যবসায়ী। শ্বশুরবাড়িতে পা রাখার পরই স্বামীকে হারিয়ে দিশেহারা নববধূ।




















