বান্দরবানে গুলিবিদ্ধ ৮জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার খামতাংপাড়া এলাকা থেকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা। নিহতদের পরনে ‘ইউনিফর্ম’ রয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেখানে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। মূলত এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান জানিয়েছেন, রোয়াংছড়ি উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী দুর্গম এলাকা খামতাংপাড়া। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেখানেই গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল থেকে ৮জনের মরদেহ উদ্ধার করে থানায় তারা।

সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কর্মকর্তা ক্যাপ্টেন ফাহিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থল খামতাংপাড়া ও তার পার্শবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ে চলেছে। স্থানীয় বাসিন্দারা কেএনএফের সন্ত্রাসী কার্যক্রম ও উৎপাতে থাকতে না পেরে ২০টির পরিবারের নারী-শিশুসহ ১৮৩ জন সদস্য সেনাবাহিনীর রোয়াংছড়ি ক্যাম্পে চলে এসেছেন। বেসামরিক প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী তাদের থাকা এবং খাবারের ব্যবস্থা করেছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আশ্রয়ে রাখা হবে।
এর আগে গত ১২ মার্চ রোয়াংছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএর সশস্ত্র সন্ত্রাসী দলের অতর্কিত গুলিবর্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার নাজিম উদ্দিন নিহত হন এবং আহত হন দুই সেনাসদস্য।



















