প্রথম বার আগরতলা-আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৩২০ মেট্রিক টন গম বাংলাদেশে রপ্তানি
- আপডেট সময় : ১০:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ৪২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারতের মধ্যে দিন দিন বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। ট্রেন, সড়ক পথে পণ্য আমদানি-রপ্তানি বেড়েই চলেছে। দু’দেশের মধ্যে চালু হচ্ছে, নতুন নতুন রেল ও সড়কপথ। এক আগস্ট
বাংলাদেশ-ভারতের মধ্যে চালু চিলাহাটি-হলদিবাড়ি ৫ম রেলসংযোগ। এদিন ভারত থেকে ৩৯টি ওয়াগান পণ্য আসে। মেখ হাসিনার হাত ধরে দু’দেশের বাণিজ্য এক নতুনমাত্রা যোগ হয়েছে।
এবারে আগরতলা দিয়ে এই প্রথম বারের মতো বাংলাদেশে গম রপ্তানি করলো ভারত। আগরতলা-আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম বারের মতো ৬৭ ট্রাকে ১ হাজার ৩২০ মেট্রিক টন গম বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। যার মূল্য ৩ লাখ ৭৮ হাজার ইউএস ডলার।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ত্রিপুরা অধ্যায়) সাধারণ সম্পাদক সুজিত রায় জানান, দিনকে দিন দু’দেশের মধ্যে মৈত্রী বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে। বাড়ছে বাণিজ্য। তবে

সম্ভাবনাময় আগরতলা-আখাউড়া রেলপথ চালু হলে বাংলাদেশ-ত্রিপুরা তথা উত্তরপূর্ব ভারতের বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে জানান এই ব্যবসায়ী নেতা।
সুজিত বাবু বলেন, আইসিপি আগরতলা প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় রপ্তানি চালান। যা গেল ত্রিপুরা থেকে। ভারতের বিভিন্ন স্থান থেকে ট্রেনযোগে এসব গম ত্রিপুরায় পৌছে এবং সেখান থেকে ট্রাক যোগে বাংলাদেশে তা রপ্তানি করা হয়।





















