নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা
- আপডেট সময় : ০৩:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
রাজনৈতিক মতভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও সহিংসতা ও অপমানজনক আচরণ সেই গণতান্ত্রিক চর্চাকেই প্রশ্নবিদ্ধ করে। ঢাকার রাজনৈতিক অঙ্গনে এমনই এক উদ্বেগজনক ঘটনার সাক্ষী হয়েছে রাজধানী, যেখানে ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে কলেজের মূল ফটকে প্রবেশের সময় একদল ব্যক্তি তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় এবং “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে ধস্তাধস্তি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার ওপর প্রকাশ্যে আক্রমণ করা হয়েছে, যা কোনোভাবেই একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজের পরিচয় হতে পারে না। তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে রাজনীতি করতে চাই। পরাজয়ের পর জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম গ্রহণ করা অনুচিত।”
তিনি আরও জানান, ভয় বা প্রতিশোধের পথে না গিয়ে তারা ধৈর্য ও শান্তিপূর্ণ আন্দোলনের পথেই থাকবেন। তার ভাষায়, বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে একটি নতুন লড়াই শুরু হয়েছে, এবং সেই লড়াইয়ে ভয় নয়—জনগণের শক্তিকেই ভরসা করা হবে।
এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয় যে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা কতটা জরুরি। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনোই গণতন্ত্রের ভাষা হতে পারে না। একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য শান্তিপূর্ণ সহাবস্থান ও আইনের শাসনই একমাত্র পথ।



















