ঢাকায় ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী
- আপডেট সময় : ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে কম্পনটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।
আগারগাঁওস্থ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল কেন্দ্র থেকে তাদের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর–পূর্বে। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, কেন্দ্রস্থলটি ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার।
এর আগে গত ১ ডিসেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন। চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে তা অনুভূত হয়। তারও আগে ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে। একই দিনে ভোরে সিলেট ও টেকনাফেও দুটি ভূকম্পন রেকর্ড হয়।
এর আগে ২১ ও ২২ নভেম্বরের মধ্যে ৩১ ঘণ্টায় ঢাকা ও আশপাশে চারটি ভূমিকম্প হয়। ২১ নভেম্বর সকালবেলার ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ওই কম্পনে দেশে ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হন।
সাম্প্রতিক বেশির ভাগ ভূমিকম্পেরই উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় বিশেষজ্ঞরা এলাকাটিকে সক্রিয় ভূমিকম্প অঞ্চলের তালিকায় পুনর্মূল্যায়নের পরামর্শ দিচ্ছেন।



















