ডিপ্লোমা সনদ নিল কুকুর!
- আপডেট সময় : ০৯:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
সমাবর্তনে আলোচনার কেন্দ্রেবিন্দুতে থাকেন মেধাবী শিক্ষার্থীরা। কিন্তু সেটন হল ইউনিভার্সিটিতে দেখা গেল আলাদা বিস্মিত চিত্র। একটি কুকুর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জোসেফ ই নিয়ার কাছ থেকে ডিপ্লোমা সনদ নিচ্ছে জাস্টিন নামের কুকুর!
গ্রেস মারিয়ানি আসলে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। হুইল চেয়ারেই চলাফেরা। এ জন্য কুকুরটি সব সময়ের সঙ্গী। ফলে গ্রেসের সঙ্গে নিয়মিত ক্লাসেও আসত কুকুর জাস্টিন।
সেটন হল ইউনিভার্সিটি থেকে এ বছর স্নাতক সম্পন্ন করেছেন গ্রেস মারিয়ানি। ওই ভিডিওতে দেখা যায়, গ্রেসের সঙ্গেই মঞ্চে ওঠে জাস্টিন। যখন ডিপ্লোমা ডিগ্রির সনদটি সামনে ধরা হয়, তখন জাস্টিন এটি বেশ কয়েকবার শুঁকে তারপর মুখে নেয় সেটি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জোসেফ, গ্রেস এবং বাকিরাও উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।
গ্রেস বলেন, তিনি পরিকল্পনা করছেন জাস্টিনকে বিশেষ যত্ন নেবেন এবং পড়াশোনা শেখাবেন। এ ছাড়া জাস্টিনকে সব সময় পাশে রাখার পরিকল্পনাও করছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ায় নানা মন্তব্য আসছে। একজন বিশ্ববিদ্যালয়কেও ধন্যবাদ জানিয়েছেন জাস্টিনকে ডিগ্রি দেওয়ায়। আরেকজন লিখেছেন, কী অসাধারণ মুহূর্ত!



















