ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবেশগত সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ জরুরি ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের আশঙ্কা: বিমানকে চিঠি ৮ ব্রিটিশ এমপি’র বিনিয়োগ সংকটে অর্থনীতি, এডিপি  বাস্তবায়ন ১০ বছরে সর্বনিম্নে ইন্টারনেট বন্ধের মধ্যেও ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, উত্তাল ইরানের সব প্রদেশ এলপিজি অটোগ্যাস সংকট: গ্যাস আছে, তবু নেই, কৃত্রিম অরাজকতায় জনজীবন বিপর্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মৃত্যুর করিডোর,  ১৪ ঘণ্টায়  ঝরলো ৯ প্রাণ,  দায় কার? চট্টগ্রামে ছিনতাই হওয়া ‘২৯০ ভরি’ স্বর্ণ উদ্ধার, সাবেক পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬ নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সরকারের সক্রিয়তা জরুরি: নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রের ৪৫ মিলিয়ন ডলার সহায়তায় থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি জোরদার ট্রাম্পের যুদ্ধংদেহী হুমকির মুখে ডেনমার্কের কঠোর বার্তা: গ্রিনল্যান্ডে হামলা হলে আগে গুলি, পরে আলাপ

ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও তুলে নেবেন, কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও তুলে নেবেন, কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যা ঘটেছে, তেমন কিছু কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ঘটতে পারে? এমন মন্তব্য করেছেন দেশটির বিরোধীদল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবন।

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সময় গত শনিবার ভোরে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় সামরিক হামলা ও ফিল্মি স্টাইলে স্থল অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে।

এই বিষয়ে ভারতের কংগ্রেসের ওই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?

কংগ্রেস নেতার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, এটি ‌‌সমগ্র দেশের জন্যই অপমানজনক মন্তব্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে চবনের বক্তব্যকে ‌‌ব্রেন ডেড, অশিক্ষিত, ‘মূর্খ’ ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন বক্তব্য হাস্যকর বলেও মন্তব্য করেছেন তারা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলেছেন।

তিনি বলেন, “৫০ শতাংশ শুল্ক থাকলে বাণিজ্য কার্যত সম্ভব নয়। বাস্তবে এটি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করারই শামিল, বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানি। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না বলে শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ভার ভারতকেই বহন করতে হবে।

পৃথ্বীরাজ চবন বলেন, ‘আমাদের দেশের জনগণ আগে যুক্তরাষ্ট্রে রফতানি থেকে যে মুনাফা পেতেন, তা আর পাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই দিকেই প্রচেষ্টা ইতোমধ্যে শুরু হয়েছে।

‘এরপর কী’ এমন প্রশ্ন করে পৃথ্বীরাজ চবন বলেন, ‘ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করেন, তাহলে কী হবে? সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও তুলে নেবেন, কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যা ঘটেছে, তেমন কিছু কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ঘটতে পারে? এমন মন্তব্য করেছেন দেশটির বিরোধীদল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবন।

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সময় গত শনিবার ভোরে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় সামরিক হামলা ও ফিল্মি স্টাইলে স্থল অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে।

এই বিষয়ে ভারতের কংগ্রেসের ওই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?

কংগ্রেস নেতার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, এটি ‌‌সমগ্র দেশের জন্যই অপমানজনক মন্তব্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে চবনের বক্তব্যকে ‌‌ব্রেন ডেড, অশিক্ষিত, ‘মূর্খ’ ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন বক্তব্য হাস্যকর বলেও মন্তব্য করেছেন তারা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলেছেন।

তিনি বলেন, “৫০ শতাংশ শুল্ক থাকলে বাণিজ্য কার্যত সম্ভব নয়। বাস্তবে এটি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করারই শামিল, বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানি। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না বলে শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ভার ভারতকেই বহন করতে হবে।

পৃথ্বীরাজ চবন বলেন, ‘আমাদের দেশের জনগণ আগে যুক্তরাষ্ট্রে রফতানি থেকে যে মুনাফা পেতেন, তা আর পাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই দিকেই প্রচেষ্টা ইতোমধ্যে শুরু হয়েছে।

‘এরপর কী’ এমন প্রশ্ন করে পৃথ্বীরাজ চবন বলেন, ‘ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করেন, তাহলে কী হবে? সূত্র: এনডিটিভি