টানা চার মাস পর করোনায় মৃত্যু নামলো ২০ এর নিচে
- আপডেট সময় : ০৯:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি
স্বস্তি ফিরেছে। টানা চারমাস পর করোনায় একদিনে মৃত্যু নামলো ২০ এর নিচে। এদিন মারা গিয়েছেন ১৭ জন। যা গত ২১ মার্চের পর সর্বনিম্ন। গত ২৬ মে ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১৭৮ জন। গত মঙ্গবার ছিল ১ হাজার ৩১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। মঙ্গলবার এ হার ছিল ৪ দশমিক
৪৯ শতাংশ। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৪৮৭ জন এবং মোট শনাক্তর সংখ্যা ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন। এসময়ে সুস্থ হয়ে
ওঠেছেন ১ হাজার ৮৬ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন। মৃত ১৭ জনের মধ্যে পুরুষ ১০ জন আর সাত জন নারী। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত
হয়ে মোট পুরুষ মারা গিয়েছেন ১৭ হাজার ৬৪৫ জন এবং নারী ৯ হাজার ৮৪২ জন। মৃত ১৭ জনের মধ্যে বয়স বিবেচনায় ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৭১ থেকে ৮০
বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
এদর মধ্যে ঢাকা বিভাগের আছেন ১২ জন, চট্টগ্রাম বিভাগের তিন জন এবং রাজশাহী ও খুলনা বিভাগের একজন করে।




















