জুলাই আন্দোলনের পর জব্দ করা অর্থ জনকল্যানে ব্যয় করা হবে
- আপডেট সময় : ০৭:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার তীব্র আন্দোলনে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর ফ্যাসিস্ট’র দোসরদের যে অবৈধ সম্পদ অর্থ জব্দ করা হয়েছে, তা দরিদ্র জনগোষ্ঠীর জনকল্যাণে ব্যয় করা হবে।
সোমবার ঢাকায় প্রেসব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। এসমঢ তিনি বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দ অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর
উপকারে ব্যবহার করবে সরকার। লুটপাট হওয়া অর্থ ব্যবস্থাপনার জন্য একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর এখন পর্যন্ত জব্দ করা মোট
সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮.৭ কোটি টাকা। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এখন পর্যন্ত জব্দ মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮.৭ কোটি টাকা।
বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দ অস্থাবর সম্পত্তি ৪২ হাজার ৬১৪.২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০.৭ মিলিয়ন ডলার।



















