চীনের চাপে তাইওয়ান মাথা নত করবে না, সাই ইং-ওয়েন
- আপডেট সময় : ০২:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ২৯২ বার পড়া হয়েছে
সাই ইং-ওয়েন: ছবি গেট্টি ইমেজ
চীনের চাপের তাইওয়ান মাথা নত করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। রবিবার তাইওয়ানের জাতীয় দিবসের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন সাই ইং-ওয়েন।
সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে থাকবে। যেন কেউ এটা বলতে না পারে যে, চীন যে প্রস্তাব দিয়েছে (যা স্বাধীনতা বা গণতন্ত্র দেয় না) তা মেনে নিতে বাধ্য হচ্ছে দ্বীপরাষ্ট্রটি।
সাম্প্রতিক সময়ে তাইওয়ানের অঞ্চলজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা লাঘবের আশা করছেন দেশটির প্রেসিডেন্ট। বলেন, তাইপে তারাহুড়ো করে কোনো কিছু করবে না। পাশাপাশি এমন কোনো ভুল ধারণা থাকা উচিত নয় যে, তাইওয়ানের জনগণ কোনো চাপের মুখে মাথা নত করবে।
আমরা আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা অব্যাহত রাখবো। আত্মরক্ষার জন্য দৃঢ় প্রত্যয় প্রদর্শন করবো। চীন আমাদের জন্য যে প্রস্তাব দিয়েছে তা তাউওয়ানকে মেনে নিতে বাধ্য করতে না পারে।
প্রেসিডেন্ট বলেন, এর কারণ হলো, চীন আমাদের জন্য যে প্রস্তাব দিয়েছে সেটি একটি স্বাধীন ও গণতান্ত্রিক জীবনযাপনের অধিকার দেয় না। প্রস্তাবটিতে আমাদের ২৩ মিলিয়ন জনগণের জন্য কোনো সার্বভৌমত্বও নেই।
স্বায়ত্বশাসিত তাইওয়ানকে এক দেশ, দুই সিস্টেম মডেলের প্রস্তাব দিয়েছে চীন। হংকংয়ের সঙ্গে বেইজিংয়ের যেমন সম্পর্ক অনেকটা তেমনই। তবে তাইওয়ানের সব রাজনৈতিক দল এই প্রস্তাব প্রত্যাখান করার খবর জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।






















