চিকিৎসক স্ত্রীকে দুই পুরুষের সঙ্গে হোটেল কক্ষে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন চিকিৎসক স্বামী
- আপডেট সময় : ১০:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
আগে থেকেই স্ত্রীর কার্যকলাপে সন্দেহ দানা বাঁধে স্বামীর। অবশেষে হলো তাই। স্বামসীর সন্দেহটাই সত্যি হলো। হোটেল কক্ষে দুই যুবকের সঙ্গে অভিসারে মত্ত স্ত্রীকে ধরে ফেললেন স্বামী।
ঘটনা কি হয়েছিলো? সময় ৯ মে বৃহস্পতিবার। রাতে একটি হোটেলের রুমে হানা দেন স্বামী। সেখানে দেখতে পান, দুই পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন স্ত্রী। এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারেননি স্বামী। এক পর্যায়ে দুই যুবকের সঙ্গে তার হাতাহাতি-মারামারি বেঁধে যায়।
চাঞ্চল্যকর ঘটনা ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জের একটি হোটেলে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, স্বামী-স্ত্রী দু’জনই পেশায় চিকিৎসক। দুই পুরুষের সঙ্গে স্ত্রীকে দেখে তাদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায়। এক পর্যায়ে হোটেলের কর্মী ও পরিবারের সদস্যরা এসে তাদের আলাদা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
পরিবার দরফে বলা হয়েছে, স্ত্রীর বেপথে চলাচলের কারণে তাদের মধ্যে অশান্তি লেগেই লাগত। প্রায় এক বছর ধরে তারা আলাদা থাকলেও বিবাহ-বিচ্ছেদ হয়নি। গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার দুই আত্মীয়কে নিয়ে হোটেলে পৌঁছান স্বামী।
প্রাথমিকভাবে হোটেল কর্তৃপক্ষের তরফে তাদের ঘরে ঢোকার অনুমতি দেয়া হয়নি। এরপর জোর করে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানেই স্ত্রীকে দুই পুরুষের সঙ্গে হাতেনাতে ধরেন স্বামী।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত দম্পতি সরকারি হাসপাতালের ডাক্তার। চিকিৎসক স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্ত্রী এবং দুই যুবককেও আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন গাজিয়াবাদ ও অন্যজন বুলন্দশহরের বাসিন্দা। নারী তার স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি।






















