ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো রক্তের গ্রুপে প্রতিস্থাপনযোগ্য ইউনিভার্সাল কিডনি ডেঙ্গুতে অক্টোবরে মৃত্যু ৫০ ছাড়াল, চলতি বছরে প্রাণহানি ২৪৯ ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো তেহরান, পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি নিছক কল্পনা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটসহ ৬ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ জিটুজির নামে সার আমদানির নামে কোটি কোটি টাকার পাচারের অভিযোগ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে টাইগ্রেসরা ফ্রি ভিসা প্রতারণায় ক্ষতি ৩০ হাজার কোটি টাকা, অভিবাসন খাতে অনৈতিক নিয়োগ ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: কর্মকর্তাদের আর্চারিতে  চ্যাম্পিয়ন  কিবরিয়া গণতন্ত্র রক্ষার দাবিতে আমেরিকা জুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ ঝড় লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩০০ বাংলাদেশি

কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলে ফুলে ভরে ওঠে জাতীয় কবির সমাধি

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

রবিবার  পালিত হলো বাংলাদেশের জাতীয় কবি, সাম্যের কবি, মানুষের কবি কাজী নজরুল ইসলামের  ৪৭তম মৃত্যুবার্ষিকী। এ  উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব অনুষ্ঠানে কবির জীবন ও কর্মকে স্মরণ করা হয়।

বিদ্রোহী কবি হিসেবে খ্যাত কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের একজন পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কলা ভবন  শোভাযাত্রা সহকারে কবির কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর নেতৃত্বে, দলটির একটি প্রতিনিধি দল বিদ্রোহী কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ধানমন্ডিতে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন রেডিও স্টেশন এবং অনলাইন প্ল্যাটফর্ম জাতীয় কবির জীবন ও কর্মের স্মরণে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে।

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশে তার বিপ্লবী সাহিত্যকর্মের জন্য ব্যাপকভাবে সম্মানিত। কবি নজরুল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২১ বছরের সাহিত্যিক জীবনে কবি নজরুল ২ হাজার ৬০০টি গান, ৬০০টি কবিতা, ৩টি বই এবং ৪৩টি প্রবন্ধ সৃষ্টি করেছেন।

স্বাধীনতা, মানবতা, প্রেম ও বিপ্লব নজরুলের অসাধারণ সাহিত্যে বার বার এসেছে। তিনি মৌলবাদ ও সব ধরনের বর্ণ, লিঙ্গ ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন।

বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে নজরুলের পরিবার বাংলাদেশে চলে আসেন এবং ১৯৭২ সালে ঢাকায় স্থায়ী হন। একই বছর বাংলাদেশ সরকার তাকে ‘জাতীয় কবি’ খেতাবে ভূষিত করেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদানের জন্য তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডিলিট এবং ১৯৭৬ সালে একুশে পদক লাভ করেন।

১৯৭৬ সালের ২৭ আগস্ট বিদ্রোহী কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন

আপডেট সময় : ১০:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

ফুলে ফুলে ভরে ওঠে জাতীয় কবির সমাধি

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

রবিবার  পালিত হলো বাংলাদেশের জাতীয় কবি, সাম্যের কবি, মানুষের কবি কাজী নজরুল ইসলামের  ৪৭তম মৃত্যুবার্ষিকী। এ  উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব অনুষ্ঠানে কবির জীবন ও কর্মকে স্মরণ করা হয়।

বিদ্রোহী কবি হিসেবে খ্যাত কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের একজন পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কলা ভবন  শোভাযাত্রা সহকারে কবির কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর নেতৃত্বে, দলটির একটি প্রতিনিধি দল বিদ্রোহী কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ধানমন্ডিতে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন রেডিও স্টেশন এবং অনলাইন প্ল্যাটফর্ম জাতীয় কবির জীবন ও কর্মের স্মরণে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে।

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশে তার বিপ্লবী সাহিত্যকর্মের জন্য ব্যাপকভাবে সম্মানিত। কবি নজরুল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২১ বছরের সাহিত্যিক জীবনে কবি নজরুল ২ হাজার ৬০০টি গান, ৬০০টি কবিতা, ৩টি বই এবং ৪৩টি প্রবন্ধ সৃষ্টি করেছেন।

স্বাধীনতা, মানবতা, প্রেম ও বিপ্লব নজরুলের অসাধারণ সাহিত্যে বার বার এসেছে। তিনি মৌলবাদ ও সব ধরনের বর্ণ, লিঙ্গ ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন।

বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে নজরুলের পরিবার বাংলাদেশে চলে আসেন এবং ১৯৭২ সালে ঢাকায় স্থায়ী হন। একই বছর বাংলাদেশ সরকার তাকে ‘জাতীয় কবি’ খেতাবে ভূষিত করেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদানের জন্য তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডিলিট এবং ১৯৭৬ সালে একুশে পদক লাভ করেন।

১৯৭৬ সালের ২৭ আগস্ট বিদ্রোহী কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।