উপকূলে মোখার প্রভাব, ঝড়ো হাওয়া
- আপডেট সময় : ০৯:৩২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
রবিবার ভোর রাত থেকে কক্সবাজার উপকূলে দমকা হাওয়া বইতে শুরু করেছে। সঙ্গে ঝরছে জোর বৃষ্টি। সেন্টমার্টিন নির্ঘুম রাত কাটছে আশ্রয়কেন্দ্রে ঠাঁই দ্বীপবাসীর। তারা আতঙ্কে রয়েছেন। রবিবার ভোররাত তিনটায় ঢাকার আগারগাঁও আবহাওয়া সূত্রের খবর, মোখার অগ্রভাগের প্রভাব উপকূলীয় এলাকায় শুরু গিয়েছে। সকাল ৯টা নাগাদ উপকূলে ঝড়ের অগ্রভাগ আসা শুরু হয়েছে।
মোখার কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঝড়টি উপকূলের দিকে এগোনোর গতি শনিবার থেকে বেড়ে যায়। এখন এটি প্রায় ২০ কিলোমিটার গতিতে এগোচ্ছে। কক্সবাজার ও আশপাশের দ্বীপ-চরে ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি রয়েছে।
চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা জেলা এবং কাছের দ্বীপ ও চরগুলো ৮ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় রাখা হয়েছে।




















