ঈমানের মহিমান্বিত রাত: পবিত্র শবে মেরাজ
- আপডেট সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজ ( ১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ‘শব’ ফারসি শব্দ, যার অর্থ রাত এবং ‘মেরাজ’ আরবি শব্দ, যার অর্থ ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন। ইসলামের ইতিহাসে এ রাত অত্যন্ত মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ।
এই পবিত্র রাতে মহান আল্লাহ তায়ালার বিশেষ হুকুমে তাঁর প্রিয় নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) অলৌকিকভাবে ঊর্ধ্বলোক ভ্রমণের সৌভাগ্য লাভ করেন।
তিনি আরশে আজিম পর্যন্ত গমন করেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং উম্মতে মোহাম্মদীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ বিধান নিয়ে একই রাতে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। এ কারণেই শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষভাবে পবিত্র ও মর্যাদাপূর্ণ।
ইসলামি বর্ণনা অনুযায়ী, নবুওত লাভের একাদশ বছরে, রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে (৬২০ খ্রিস্টাব্দে) হজরত জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাক নামক বাহনে চড়ে নবীজি (সা.) প্রথমে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাসে যান।
সেখানে তিনি অন্যান্য নবী–রাসুলের ইমামতি করে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। এরপর তিনি সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেন।
এ সফরে তিনি জান্নাত–জাহান্নাম, সৃষ্টিজগতের নানা নিদর্শন প্রত্যক্ষ করেন এবং পূর্ববর্তী নবীদের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পরে রফরফ নামক বাহনে আরশে আজিমে পৌঁছে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন।
প্রতি বছর ২৬ রজবের দিবাগত রাত মুসলিম বিশ্ব শবে মেরাজ হিসেবে পালন করে। বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির–আসকার, দোয়া ও ইবাদত–বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।


















