পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ অটো চালক
- আপডেট সময় : ০৮:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
পদ্মা সেতুতে অটো রেখে নদীতে ঝাঁপ অটো চালক। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার বেলা তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল রাজ্জাক। চেষ্টা চালিয়েও কোন সন্ধান পায়নি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অটোচালকের পরিচয় জানা যায়নি। খড়স্রোতা পদ্মার স্রোত কোথায় ভেসে গেছে হতভাগ্য অটো চালক তা জানা যায়নি।
জানা গেছে, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এক্সিট লেন দিয়ে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটো রিকশা পদ্মা সেতুতে উঠে পড়ে। সেতুর মাদারীপুর অংশের ২১ নম্বর পিলার বরাবর অটোরিকশাটি রেখে পদ্মায় ঝাঁপ দেয়। এর পর থেকে নিখোঁজ।

লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কয়েস আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, রবিবার রাত ২টা ৪৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সকালে আমাদের ও ঢাকার টিমের ডুবুরিরা পদ্মা সেতুর তলদেশে দীর্ঘক্ষণ অভিযান চালায়। কিন্তু তীব্র স্রোতের কারণে অভিযান বন্ধ করা হয়েছে। নদীর ১০ কিলোমিটার তল্লাশি চালিয়েছি।
নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণ দিক থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে হঠাৎ দ্রুতগতিতে সেতুতে উঠতে থাকে অটোরিকশাটি।
এ অবস্থায় পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা টহল গাড়ি নিয়ে অটোরিকশাটি থামাতে ছুটে যান। তবে অটোরিকশাটির গতি বেশি থাকায় সেতুটির ২১ নম্বর পিলারের কাছে চলে যায়। দ্রুত অটোরিকশা থামিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন অটোরিকশাচালক।




















