দক্ষিণ কোরিয়ার খুলছে অপেক্ষার দুয়ার
- আপডেট সময় : ১০:৪০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ২৯২ বার পড়া হয়েছে
ফাইল ছবি
করোনা মহামারিতে বিশ্বজুড়ে অর্থনীতিসহ সকল ক্ষেত্রে অপ্রত্যাশিত যে আঘাত আছড়ে পড়ে। যা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সাময়িক বন্ধ থাকার পর শ্রমবাজার থেকে শুরু করে সকল কিছুর
কপাট খুলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের কর্মীদের জন্য ফের খুলছে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার। যা গত বছরের জুন থেকে বাংলাদেশিদের কর্মীদের জন্য বন্ধ ছিল। তবে
মঙ্গলবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠককালে সুখবর বার্তাটি দিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। দূতাবাসের এক
সংবাদ বার্তায় এতথ্য জানিয়ে বলা হয়েছে, রাষ্ট্রদূত মি. লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ কোরীয়
সরকারের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রমিকদের কোরিয়ায় যাওয়ার বিষয়টি সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কোরীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
প্রসঙ্গত ২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগ দিচ্ছে কোরিয়া সরকার। কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মী
দেশটিতে যাচ্ছেন। বর্তমানে এই কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কর্মী কোরিয়ায় রয়েছেন।




















