ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তা জোরদার, দায়িত্বে বিজিবি
- আপডেট সময় : ০২:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
আগামী সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে চার জেলায়, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রায়কে ঘিরে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা এড়াতে রাজধানীতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে বিজিবি। একইসঙ্গে বঙ্গবন্ধুর বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জেও অতিরিক্ত সদস্য টহলে রয়েছে।
ফরিদপুর ও মাদারীপুরেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবি কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে আরও সদস্য মোতায়েন করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
রায় ঘোষণার আগে সারাদেশেই নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



















