কুমিল্লায় ৭ জনের ফাঁসির দন্ডাদেশ
- আপডেট সময় : ১০:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের চম্পকনগর সাতরা এলাকার রানা হত্যা মামলায় ৭জনের ফাঁসি এবং ৫জনের যাবজ্জীবন কারাদণ্ডদেশ দিয়েছেন আদালত।
রবিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো: জাহাঙ্গীর হোসেনর এ রায় ঘোষণা দেন। এ মামলায় আদালতে ৯জন আসামি এজলাসে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত ৬ জন আসামী পলাতক।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, জুয়েল , শুভ, কাজল, শিপন, মোর্শেদ, আলাউদ্দিন ও রিপনসহ ৭জন আর যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত ৫জন হচ্ছে, বাদল, ইকবাল, জহিরুল ইসলাম, আনোয়ার ও সোহেল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ১১জন পলাতক রয়েছে।
কুমিল্লার আদালতের এপিপি এড.রফিকুল ইসলাম মামলার বিবরণে জানান, ২০০৬ সালে চম্পকনগরের স্যানিটারি মিস্ত্রি রানাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়।
এই ঘটনায় রানার বাবা জাহাঙ্গির খান ৬জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী তদন্তে আরো ১০ জনকে আসামি করে মোট ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা।
দীর্ঘ ১৮ বছর মামলার চলমান তদন্তে আসামিদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি ও ১৬জন সাক্ষীর সাক্ষ্য আমলে নিয়ে এ রায় ঘোষণা করে বিজ্ঞ বিচারক।




















