আষাঢ়ে বর্ষণে সিলেট নগরী জলমগ্ন
- আপডেট সময় : ০৫:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বুধবার জ্যৈষ্ঠের শেষ দিনে নামে বজ্রসহ বৃষ্টি। মাত্র ৬ ঘণ্টার বৃষ্টিতেই ভেসে গেল সিলেট নগরের রাস্তাঘাট। ড্রেন উপচে জলমগ্ন বাড়ি-ঘর। বৃহস্পতিবার আষাঢ়ের প্রথম দিন ভোররাত থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে আবারো প্লাবিত হয়ে পড়ে সিলেট নগরী। এবারে ভরসা নৌকা। অফিস-আদালতগামী লোকজন ও স্কুলগামী শিক্ষার্থী-অভিভাবকরা পড়েন ভোগান্তিতে।
কেন এই জলাবদ্ধতা? পলিথিন ও ময়লা ফেলে শহরের ড্রেনগুলো প্রায় বন্ধ। মাঝারি বৃষ্টিতেই দেখা জলাবদ্ধতা। ভরা বর্ষার মৌসুমে যে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হবে, তারই পট’র্বা দিল পহেলা আষাঢ়ের বৃষ্টি।
নগরনবাসীর অভিযোগ, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর দুই মেয়াদে অন্তত ছড়াখাল ও ড্রেনেজ সংস্কারে হাজার কোটি টাকার কাজ হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলে নগরবাসীর। যে কারণে অল্প বৃষ্টিতেই নগরের রাস্তাঘাট ও বাসাবাড়ি জলমগ্ন হয়ে পড়ে।
সিলেট আবহাওয়া অধিদপ্তর সহকারী প্রকৌশলী শাহ মুহাম্মদ সজীব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত মোট ১০২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সকাল ৯টা পর্যন্ত ৬০ সেন্টিমিটার এবং ৯টা থেকে ১২টা পর্যন্ত ৪২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার ২৪ ঘণ্টায় ২৭১ দশমিক ৬ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগামী ৪৮ ঘণ্টায় সিলেটে ভারী বর্ষণ হওয়ার পূর্বাভাস রয়েছে।




















