Train movement stopped : অঘোষিত ধর্মঘটে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ
- আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ২২৫ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
বিশেষ প্রতিনিধি, ঢাকা
বেসামরিক কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাবের ক্ষেত্রে কোন ভাতা যোগ করার সুযোগ নেই। একারণে রেলওয়ের রানিং স্টাফদের মূলবেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা প্রধানের সুযোগ নেই। ১০ মে অর্থমন্ত্রকের সিনিয়র সহকারী সচিব শামীম বানু শান্তি স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি পরই ১২ মে দিবাগত রাত ৩টা ২০ মিনিটের পর থেকে বিনা নোটিশে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রানিং স্টাফদের মধ্যে চালক (এলএম) ট্রেন পরিচালক (গার্ড) এ্যাটেনএন্ডস, টিটি তারা অঘোষিত ধর্মঘটে যান। ধর্মঘটের ফলে বুধবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৮টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিডিউল বিপর্যয়ের সংখ্যা আরও বাড়াছে। ধর্মগটের কবর পেয়ে সঙ্গে সঙ্গে কমলাপুর স্টেশনে ছুটে যান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
কমলাপুর স্টেশন ম্যানেজার মোহম্ম মাসুদ সারওয়ার বলেন, জানিয়েছেন, দিনে ৭২টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে কমলাপুর ছেড়ে যায়। কিন্তু ধর্মঘট থাকায় সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৮টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এসব ট্রেনের টিকিট যাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে।
টিকিট কাউন্টারগুলোতে টাকা ফেরত নেওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা গিয়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন রেলওয়ের কর্মচারীরা।




















