ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

Tourism : পর্যটন শিল্পের বিকাশে এগিয়ে আসতে হবে, মাহবুব আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে তিনদিনের পর্যটন মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি

প্রচারণার অভাবে পর্যটন শিল্পের প্রসারে গতি আসছে বলে জানালেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। দেশের দর্শনীয় স্থানের বৈচিত্র্য ও সৌন্দর্য সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

বৃহস্পতিবার চট্টগ্রামের শুরু হয়েছে দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। মেলায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এয়ার এস্ট্রা। মেলায় ৬টি বিদেশি প্রতিষ্ঠানসহ ৩৫টি স্টল স্থান অংশ নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান পর্যটন স্থানগুলোর পাশাপাশি এই অঞ্চলের কুতুবদিয়া, মহেশখালীর সৌন্দর্যের কথা প্রচারের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। সেন্টমার্টিন দ্বীপের প্রবালসহ প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুন্ন রেখে পর্যটন কার্যক্রম পরিচালনা করতে হবে।

জাহাজে করে হজযাত্রী প্রেরণ বিশ্বে দেশীয় পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করবে।

মাহবুব আলী বজানান, বাংলাদেশে প্রায় সতেরশ পর্যটন স্পট রয়েছে। এসব স্পটগুলো বৈচিত্র্যময় ও নান্দনিকতায় সমৃদ্ধ পর্যটন। নানা রকমের পণ্য মুগ্ধ করবে ভ্রমণ পিপাসু মানুষদের। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্রপূর্ণ সংস্কৃতি, বহুমাত্রিক জীবনাচার ও উষ্ণ আতিথিয়েতা।

কিন্তু এসব বিষয় দেশি বিদেশি সংবাদমাধ্যমে এই নান্দনিকতার খুমই কমই পাচার হচ্ছে। ফলে ক্রমবর্ধমান পর্যটন শিল্প যে হারে বাড়ার কথা, তা হচ্ছে না। তাই পাহাড়, সমতল, বনভূমি, সাগর, মহাসাগর, উপত্যকা বেষ্টিত দর্শনীয় স্থানগুলোর বৈচিত্র ও সৌন্দর্য সব মাধ্যমে তুলে ধরতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের সাবরাং নাফ ও সোনাদিয়াতে তিনটি পর্যটন পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। বিমানবন্দরগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। নতুন টার্মিনাল নির্মাণ, পুরনো টার্মিনাল সংস্কার, যশোর, সৈয়দপুর, কক্সবাজার বিমানবন্দর নতুনভাবে সাজানো হয়েছে।

একইসঙ্গে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন পণ্যের উন্নয়ন, ভিসা প্রদান পদ্ধতি সহজীকরণ, সৃজনশীল ও গতিশীল বিপণন ও পর্যটন সেবার প্রচারে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Tourism : পর্যটন শিল্পের বিকাশে এগিয়ে আসতে হবে, মাহবুব আলী

আপডেট সময় : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিনিধি

প্রচারণার অভাবে পর্যটন শিল্পের প্রসারে গতি আসছে বলে জানালেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। দেশের দর্শনীয় স্থানের বৈচিত্র্য ও সৌন্দর্য সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

বৃহস্পতিবার চট্টগ্রামের শুরু হয়েছে দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। মেলায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এয়ার এস্ট্রা। মেলায় ৬টি বিদেশি প্রতিষ্ঠানসহ ৩৫টি স্টল স্থান অংশ নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান পর্যটন স্থানগুলোর পাশাপাশি এই অঞ্চলের কুতুবদিয়া, মহেশখালীর সৌন্দর্যের কথা প্রচারের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। সেন্টমার্টিন দ্বীপের প্রবালসহ প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুন্ন রেখে পর্যটন কার্যক্রম পরিচালনা করতে হবে।

জাহাজে করে হজযাত্রী প্রেরণ বিশ্বে দেশীয় পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করবে।

মাহবুব আলী বজানান, বাংলাদেশে প্রায় সতেরশ পর্যটন স্পট রয়েছে। এসব স্পটগুলো বৈচিত্র্যময় ও নান্দনিকতায় সমৃদ্ধ পর্যটন। নানা রকমের পণ্য মুগ্ধ করবে ভ্রমণ পিপাসু মানুষদের। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্রপূর্ণ সংস্কৃতি, বহুমাত্রিক জীবনাচার ও উষ্ণ আতিথিয়েতা।

কিন্তু এসব বিষয় দেশি বিদেশি সংবাদমাধ্যমে এই নান্দনিকতার খুমই কমই পাচার হচ্ছে। ফলে ক্রমবর্ধমান পর্যটন শিল্প যে হারে বাড়ার কথা, তা হচ্ছে না। তাই পাহাড়, সমতল, বনভূমি, সাগর, মহাসাগর, উপত্যকা বেষ্টিত দর্শনীয় স্থানগুলোর বৈচিত্র ও সৌন্দর্য সব মাধ্যমে তুলে ধরতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের সাবরাং নাফ ও সোনাদিয়াতে তিনটি পর্যটন পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। বিমানবন্দরগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। নতুন টার্মিনাল নির্মাণ, পুরনো টার্মিনাল সংস্কার, যশোর, সৈয়দপুর, কক্সবাজার বিমানবন্দর নতুনভাবে সাজানো হয়েছে।

একইসঙ্গে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন পণ্যের উন্নয়ন, ভিসা প্রদান পদ্ধতি সহজীকরণ, সৃজনশীল ও গতিশীল বিপণন ও পর্যটন সেবার প্রচারে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে।