Kshitendra Chandra : ২৮১ কি.মি. সাঁতারে রেকর্ড গড়তে জলে নামলেন ৭০ বছরের ক্ষিতীন্দ্র
- আপডেট সময় : ০৬:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ২২৫ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
‘১৯৭০ সালে ১৫ ঘণ্টা, একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহ, ১৯৭৩ সালে সিলেটের এমসি কলেজের পুকুরে টানা ৮২ ঘণ্টা সাঁতার, রামকৃষ্ণ মিশন পুকুর, ধোপাদিঘী, সুনামগঞ্জ এবং ছাতকেও দীর্ঘ সময় অবিরাম সাঁতার কেটেছেন তিনি’
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
৭০ বছরে পা দিয়ে জলকে করায়ত্ত করার দূরন্ত সাহস দেখাচ্ছেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। এ বয়সে জলে নামার একটাই জেদ, ২৮১ কিলোমিটার সাঁতারে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী স্পেনের নাগরিক পাবলো ফার্নান্দেজের রেকর্ড ভাঙবেন তিনি। বর্তমানে বিশ্বে ২৫০ কিলোমিটার সাঁতারের রেকর্ড রয়েছে কেবল ফার্নান্দেজের।
সাহস আসবেই না কেন বলুন? ৬৭ বছর বয়সে দূরপাল্লার সাঁতারু হিসেবে ১৮৫ কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড গড়েন ক্ষিতীন্দ্র বাবু। একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ছাত্রজীবন থেকেই দেশসেরা সাঁতারু। সোমবার সকাল সাড়ে ৬টা। সিলেট নগরীর সুরমা কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনিঘাট থেকে সাঁতার শুরু করেন।
২৮১ কিলোমিটার জলপথ সাঁতরে পৌঁছাবেন কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাটে। সময় লাগবে প্রায় ৭০ ঘণ্টা। জলে অবস্থানকালে সর্বোচ্চ সতর্কতায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ-পুলিশসহ সিভিল সার্জনের একাধিক টিম তার সঙ্গে থাকছে। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট এবং ১৯৭৬ সালে ১০৮ ঘণ্টা ৫ মিনিট সাঁতার কেটে জাতীয় রেকর্ড গড়েন।
২০১৮ সালে ১৮৫ কিলোমিটার দূরপাল্লার সাঁতারে স্থানীয় রেকর্ড। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট সাঁতারে রেকর্ড গড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রুপার নৌকা দিয়ে সম্মানিত করেন। এই যাত্রায় তিনি সফল হলে বয়স্ক সাঁতারু হিসেবে বিশ্ব রেকর্ড গড়বেন।























