ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হারে ইতিহাসের চাবিকাঠি বাংলাদেশের হাতে তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান ঢাকায় অনুষ্ঠিত এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ নাম লিখানোর উদ্যোগ রমজানের আগে বাজারে মূল্যচাপ, নিত্যপণ্যে ঊর্ধ্বগতি অব্যাহত সংঘবদ্ধ গোষ্ঠী  নির্বাচন বানচালে দেশজুড়ে গুপ্ত হামলা চালাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তারপরও ভারতে ম্যাচ! আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন ফারুকীর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ

দক্ষিণ কোরিয়ায় ‘মলমূত্র’ বহনকারী বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ায় ‘মলমূত্র’ বহনকারী বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার উপর ভারী সুরক্ষিত সীমান্ত জুড়ে প্রচুর পরিমাণে ‘বর্জ্য ও মলমূত্র বহনকারী বেলুন’ প্রেরণের অভিযোগ করেছে দেশটি। সেই সঙ্গে এ ধরণের কর্মকান্ডকে ‘উস্কানি’ বলেও আখ্যা দিয়েছে পূর্ব এশিয়ার দেশটি।

গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৯ মে) এ ঘটনার পর দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনীর এক্সপ্লোসিভেস অর্ডন্যান্স ইউনিট এবং কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার রেসপন্স টিম মোতায়েন করেছে ও বাসিন্দাদের এ বেলুনগুলো থেকে দূরে থাকতে এবং কর্তৃপক্ষকে যে কোনও বিষয়ে রিপোর্ট করার জন্য সতর্কতা জারি করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত ২৬০ টিরও বেশি বেলুন সনাক্ত করা হয়েছে এবং তাদের বেশিরভাগই মাটিতে অবতরণ করেছে। বেলুনগুলো পলিথিনে মোড়ানো ময়লা-আবর্জনা, যেমন প্লাস্টিকের বোতল, ব্যাটারি, জুতার যন্ত্রাংশ ও মলমূত্র দিয়ে ভরা ছিল।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রকাশ করা ছবিগুলিতে দেখা যায়, বেলুনগুলো পলিথিন ব্যাগের সঙ্গে বাঁধা। অন্যান্য ছবিগুলোতে দেখা যায়, বেলুনগুলো মাটিতে পড়ে পলিথিন ব্যাগে মোড়ানো আবর্জনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এরমধ্যে একটি ব্যাগের উপর লেখা ছিল ‘মলমূত্র’।

কিছু বেলুনের পলিথিন ব্যাগে ‘পশুর মল’ ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়ার এ ধরণের কর্মকান্ড স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ও জনগণের নিরাপত্তাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলে। তাই উত্তর কোরিয়াকে অবিলম্বে এই ‘অমানবিক এবং অশ্লীল’ কাজ বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে।

এদিকে, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ভাইস-মন্ত্রী কিম কাং-ইলও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে বলেন, যতক্ষণ না পর্যন্ত দক্ষিণের থেকে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট-বহনকারী বেলুন সীমান্ত থেকে আসা বন্ধ না হবে কিম প্রশাসন এর ‘প্রতিশোধ’ প্রতিক্রিয়া জানাতেই থাকবে।

উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের বিবৃতি দিয়ে সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, সীমান্ত অঞ্চলে দক্ষিণ কোরিয়া থেকে ঘন ঘন লিফলেট এবং অন্যান্য আবর্জনা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে উত্তর ‘টিট-ফর-ট্যাট’ এর ব্যবস্থা নেয়।

কিম আরো জানান, বর্জ্য কাগজ এবং ময়লার ঢিবি শীঘ্রই সীমান্ত এলাকাজুড়ে ছড়িয়ে দেওয়া হবে যাতে করে দক্ষিণেরা বুঝতে পারে তাদের বর্জ্য-আবর্জনা সরাতে উত্তরকে কতটা ভোগান্তি পোহাতে হয়।

উল্লেখ্য, বছরের পর বছর ধরে, দক্ষিণ কোরিয়ার কর্মীরা এবং উত্তর কোরিয়ার দেশত্যাগকারীরা উত্তর কোরিয়ায় বেলুন পাঠিয়েই যাচ্ছে যার মধ্যে কিম প্রশাসনের সমালোচনা করা লিফলেট রয়েছে এবং উত্তর কোরিয়ানদেরকে কিম রাজবংশের বিরুদ্ধে জেগে ওঠার আহবান জানানো হচ্ছে। এমনকি তারা কে-পপ মিউজিক ভিডিও ইউএসবি মেমরি স্টিকে করে বেলুন দিয়ে উত্তরে পাঠাচ্ছে যা কিমের দেশে নিষিদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দক্ষিণ কোরিয়ায় ‘মলমূত্র’ বহনকারী বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া

আপডেট সময় : ১১:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

 

উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার উপর ভারী সুরক্ষিত সীমান্ত জুড়ে প্রচুর পরিমাণে ‘বর্জ্য ও মলমূত্র বহনকারী বেলুন’ প্রেরণের অভিযোগ করেছে দেশটি। সেই সঙ্গে এ ধরণের কর্মকান্ডকে ‘উস্কানি’ বলেও আখ্যা দিয়েছে পূর্ব এশিয়ার দেশটি।

গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৯ মে) এ ঘটনার পর দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনীর এক্সপ্লোসিভেস অর্ডন্যান্স ইউনিট এবং কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার রেসপন্স টিম মোতায়েন করেছে ও বাসিন্দাদের এ বেলুনগুলো থেকে দূরে থাকতে এবং কর্তৃপক্ষকে যে কোনও বিষয়ে রিপোর্ট করার জন্য সতর্কতা জারি করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত ২৬০ টিরও বেশি বেলুন সনাক্ত করা হয়েছে এবং তাদের বেশিরভাগই মাটিতে অবতরণ করেছে। বেলুনগুলো পলিথিনে মোড়ানো ময়লা-আবর্জনা, যেমন প্লাস্টিকের বোতল, ব্যাটারি, জুতার যন্ত্রাংশ ও মলমূত্র দিয়ে ভরা ছিল।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রকাশ করা ছবিগুলিতে দেখা যায়, বেলুনগুলো পলিথিন ব্যাগের সঙ্গে বাঁধা। অন্যান্য ছবিগুলোতে দেখা যায়, বেলুনগুলো মাটিতে পড়ে পলিথিন ব্যাগে মোড়ানো আবর্জনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এরমধ্যে একটি ব্যাগের উপর লেখা ছিল ‘মলমূত্র’।

কিছু বেলুনের পলিথিন ব্যাগে ‘পশুর মল’ ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়ার এ ধরণের কর্মকান্ড স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ও জনগণের নিরাপত্তাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলে। তাই উত্তর কোরিয়াকে অবিলম্বে এই ‘অমানবিক এবং অশ্লীল’ কাজ বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে।

এদিকে, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ভাইস-মন্ত্রী কিম কাং-ইলও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে বলেন, যতক্ষণ না পর্যন্ত দক্ষিণের থেকে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট-বহনকারী বেলুন সীমান্ত থেকে আসা বন্ধ না হবে কিম প্রশাসন এর ‘প্রতিশোধ’ প্রতিক্রিয়া জানাতেই থাকবে।

উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের বিবৃতি দিয়ে সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, সীমান্ত অঞ্চলে দক্ষিণ কোরিয়া থেকে ঘন ঘন লিফলেট এবং অন্যান্য আবর্জনা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে উত্তর ‘টিট-ফর-ট্যাট’ এর ব্যবস্থা নেয়।

কিম আরো জানান, বর্জ্য কাগজ এবং ময়লার ঢিবি শীঘ্রই সীমান্ত এলাকাজুড়ে ছড়িয়ে দেওয়া হবে যাতে করে দক্ষিণেরা বুঝতে পারে তাদের বর্জ্য-আবর্জনা সরাতে উত্তরকে কতটা ভোগান্তি পোহাতে হয়।

উল্লেখ্য, বছরের পর বছর ধরে, দক্ষিণ কোরিয়ার কর্মীরা এবং উত্তর কোরিয়ার দেশত্যাগকারীরা উত্তর কোরিয়ায় বেলুন পাঠিয়েই যাচ্ছে যার মধ্যে কিম প্রশাসনের সমালোচনা করা লিফলেট রয়েছে এবং উত্তর কোরিয়ানদেরকে কিম রাজবংশের বিরুদ্ধে জেগে ওঠার আহবান জানানো হচ্ছে। এমনকি তারা কে-পপ মিউজিক ভিডিও ইউএসবি মেমরি স্টিকে করে বেলুন দিয়ে উত্তরে পাঠাচ্ছে যা কিমের দেশে নিষিদ্ধ।