উজানে ভারী বর্ষণ পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে বন্যার পদধ্বনী!
- আপডেট সময় : ০৯:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
উজানে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মাসহ উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সকল নদ-নদীর জল বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা সৃষ্টির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস অনুযায়ী ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মার শাখা ও উপ নদীগুলোতে প্রতিনিয়ত জল বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উজানে ও দেশের অভ্যন্তরে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদনদীগুলো জলও বাড়ছে।
আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাতে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী, যদুকাটার জল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে আশেপাশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকা ও আশেপাশে উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তাদের পর্যবেক্ষণে থাকা জল সমতল স্টেশন আছে মোট ১০৯টি। এর মধ্যে ৮৯টিতে বৃদ্ধি পেয়েছে। আর অপরিবর্তিত রয়েছে চারটি। কমেছে ১৬টি স্টেশনের।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া জানান, উজানে ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থায় অনেক নদ নদীর জল বাড়ছে। সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে তারা।




















