খুলনা-বরিশালে আওয়ামী লীগের মেয়র
- আপডেট সময় : ১০:১৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
খুলনা সিটি কর্পোরেশনের তৃতীয়বার মেয়র হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সর্বমোট ২৮৯ কেন্দ্রের ঘোষিত ফলে তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।
সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে নৌকা প্রতীকের প্রার্থীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেছেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সর্বমোট ১২৬টি কেন্দ্রের বেসরকারি ফলে আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। সোমবার দুই সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ সম্পন্ন হয়।




















