Jobs in the Film Archive : ফিল্ম আর্কাইভে চাকরির সুযোগ
- আপডেট সময় : ০৭:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ৩৩১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
দেশ ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ- সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের ছয় পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৯ মে পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।
যেসব পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তার মধ্যে উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ/মেইনটেন্যান্স) ১জন, গ্রেড ১০, বেতন: ২৭,১০০ টাকা। যোগ্যতা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পাস।
সহকারী ক্যামেরাম্যান ২জন, গ্রেড ১০, বেতন ২৭,১০০ টাকা। যোগ্যতা অভিজ্ঞতাসহ যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি।
এছাড়া ভিডিও এডিটর ২জন, গ্রেড: ১ বেতন ২৭,১০০ টাকা, অভিজ্ঞতাসহ যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি। টেকনিশিয়ান ১জন, গ্রেড ১৩, বেতন ১৯,৩০০ টাকা, যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। সহকারী হিসাব রক্ষক ১জন, গ্রেড ১৫, বেতন: ১৭,৭০৫ টাকা, যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। ১জন ডেটা এন্ট্রি অপারেটর গ্রেডন ১৬, বেতন ১৭,০৪৫ টাকা, যোগ্যতা এইচএসসি পাস। বয়সসীমা ১৯ মে ২০২২, প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড এবং পূরণ করে ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক, দেশি ও বিদেশি উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এফ-৫, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

























