বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষ টিকার আওতায়
- আপডেট সময় : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ২৩৭ বার পড়া হয়েছে
টিকা দিতে দীর্ঘ লাইন : ছবি সংগ্রহ
ভয়েস রিপোর্ট, ঢাকা
বাংলাদেশের বিশাল অর্জন। এই মুহূর্তে দেশটির ৭৩ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। এটি হাসিনা সরকারের নজির। দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিয়েছেন তারা। এর মধ্যে দিয়ে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো তারচেয়ে বেশি মানুষকে টিকার আওতায় আনা গেলো। এক কোটি ২০ লাখ মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এক কোটি ১১ লাখ মানুষকে।
রবিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ অংশ নেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৯ জনের মারা গিয়েছেন। এনিয়ে মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ৩৩ জনে পৌছালো। এসময়ে ২১ হাজার ৫৪৩ জনের নমুনা পরীক্ষায় ৮৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ।




















