ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

ভিডিও চিলাহাটি-হলদিবাড়ি দিয়ে নিয়মিত পণ্যট্রেন উন্মুক্ত হচ্ছে

উদয়ন চৌধুরী, ঢাকা
  • আপডেট সময় : ০১:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১ ৪০৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিডিওটি  ভারতীয় হাইকশিনের

দিনক্ষণ আগেই ঠিক করা ছিলো। রবিবার পন্যবাহী ট্রেন হলদিবাড়ি থেকে চিলাহাটি হয়ে বাংলাদেশে আসবে। এর মধ্যে দিয়েই বাংলাদেশ-ভারতের মধ্যে নিয়মিত পণ্যট্রেন চালু হচ্ছে। ভারতীয় রেলওয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিম স্টেশন থেকে পাথর বোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে বিকাল নাগাদ ছেড়ে আসার কথা রয়েছে।

ভিডিওটি ঢাকায় ভারতীয় হাইকশিনের সৌজন্যে

রেলভবনের একজন আদিকারীক জানান, হলদিবাড়ি স্টেশনে কাস্টম কার্যক্রম শেষে বাংলাদেশে উদ্দেশ্যে রওয়ানা দেবে। বেলা দু’টো নাগাদ পণ্যবাহী ভারতীয় ট্রেনটি চিলাহাটি স্টেশনে পৌছানোর আশা করছেন তিনি।

চিলাহাটি স্টেশন থেকে আমাদের প্রতিনিধি রুহানা ইভা জানান, চিলাহাটিতে রেলওয়ে, বিজিবি, পুলিশ, কাস্টমসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অপেক্ষায় রয়েছেন। স্টেশনের সবাই ব্যস্ত সময় পার করছেন। চিলাহাটিতে সাজ সাজ রব। এর আগে ২৯ জুলাই ভারতীয় রেলের দু’টো ইঞ্জিন

নিয়মমাফিক লার্ণিং রান সম্পন্ন করেন। এই রেলপথ চালুর মধ্য দিয়ে বাংলাদেশে পণ্যপরিবহনে প্রায় ১৫০ কিলোমিটার পথ সাশ্রয় হবে।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশভাগের পর ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে (১৯৬৫ পর্যন্ত) সাতটি রেল সংযোগ চালু ছিল। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে চারটি রেল সংযোগ চালু রয়েছে। এগুলো হচ্ছে, পেট্রাপোল (ভারত) বেনাপোল (বাংলাদেশ), গেদে (ভারত) দর্শনা

(বাংলাদেশ), সিংহাবাদ (ভারত) রহনপুর (বাংলাদেশ), রাধিকাপুর (ভারত) বিরল (বাংলাদেশ)। হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগ এমনই একটি রুট যা ১৯৬৫ সাল পর্যন্ত কার্যকর ছিল।

১৯৬৫ সালে হওয়া রেলসংযোগটি চালুর উদ্যোগ নেন হাসিনা সরকার। দু’দেশের উদ্যোগে পূর্ববর্তী সমস্ত রেল সংযোগ পুনরায় চালু করতে কাজ শুরু করে বাংলাদেশ-ভারত।

২০২০ সালের ১৭ ডিসেম্বর চিলাহাটি-হলবাড়ি রুটে পণ্যবাহী ট্রেন চলাচল উদ্বোধন করেন দু’দেশের প্রধানমন্ত্রী। এই রেল সংযোগটি ভারত ও বাংলাদেশের মধ্যকার ৫ম রেল সংযোগ।

এই রেলপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে পাথর ও বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, ফ্লাই অ্যাশ, ক্লে, চুনাপাথর, কাঠ ও টিম্বার ইত্যাদি। বাংলাদেশ থেকে ভারতে সকল রপ্তানিযোগ্য পণ্যই অনুমোদিত।

চালু হওয়া এই রেল সংযোগ ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে শক্তিশালী করবে। এটি আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক

উন্নয়নকে গতিশীল করতে প্রধান বন্দর ও স্থল বন্দরগুলিতে রেল নেটওয়ার্কের প্রবেশাধিকার বৃদ্ধি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিডিও চিলাহাটি-হলদিবাড়ি দিয়ে নিয়মিত পণ্যট্রেন উন্মুক্ত হচ্ছে

আপডেট সময় : ০১:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

ভিডিওটি  ভারতীয় হাইকশিনের

দিনক্ষণ আগেই ঠিক করা ছিলো। রবিবার পন্যবাহী ট্রেন হলদিবাড়ি থেকে চিলাহাটি হয়ে বাংলাদেশে আসবে। এর মধ্যে দিয়েই বাংলাদেশ-ভারতের মধ্যে নিয়মিত পণ্যট্রেন চালু হচ্ছে। ভারতীয় রেলওয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিম স্টেশন থেকে পাথর বোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে বিকাল নাগাদ ছেড়ে আসার কথা রয়েছে।

ভিডিওটি ঢাকায় ভারতীয় হাইকশিনের সৌজন্যে

রেলভবনের একজন আদিকারীক জানান, হলদিবাড়ি স্টেশনে কাস্টম কার্যক্রম শেষে বাংলাদেশে উদ্দেশ্যে রওয়ানা দেবে। বেলা দু’টো নাগাদ পণ্যবাহী ভারতীয় ট্রেনটি চিলাহাটি স্টেশনে পৌছানোর আশা করছেন তিনি।

চিলাহাটি স্টেশন থেকে আমাদের প্রতিনিধি রুহানা ইভা জানান, চিলাহাটিতে রেলওয়ে, বিজিবি, পুলিশ, কাস্টমসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অপেক্ষায় রয়েছেন। স্টেশনের সবাই ব্যস্ত সময় পার করছেন। চিলাহাটিতে সাজ সাজ রব। এর আগে ২৯ জুলাই ভারতীয় রেলের দু’টো ইঞ্জিন

নিয়মমাফিক লার্ণিং রান সম্পন্ন করেন। এই রেলপথ চালুর মধ্য দিয়ে বাংলাদেশে পণ্যপরিবহনে প্রায় ১৫০ কিলোমিটার পথ সাশ্রয় হবে।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশভাগের পর ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে (১৯৬৫ পর্যন্ত) সাতটি রেল সংযোগ চালু ছিল। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে চারটি রেল সংযোগ চালু রয়েছে। এগুলো হচ্ছে, পেট্রাপোল (ভারত) বেনাপোল (বাংলাদেশ), গেদে (ভারত) দর্শনা

(বাংলাদেশ), সিংহাবাদ (ভারত) রহনপুর (বাংলাদেশ), রাধিকাপুর (ভারত) বিরল (বাংলাদেশ)। হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগ এমনই একটি রুট যা ১৯৬৫ সাল পর্যন্ত কার্যকর ছিল।

১৯৬৫ সালে হওয়া রেলসংযোগটি চালুর উদ্যোগ নেন হাসিনা সরকার। দু’দেশের উদ্যোগে পূর্ববর্তী সমস্ত রেল সংযোগ পুনরায় চালু করতে কাজ শুরু করে বাংলাদেশ-ভারত।

২০২০ সালের ১৭ ডিসেম্বর চিলাহাটি-হলবাড়ি রুটে পণ্যবাহী ট্রেন চলাচল উদ্বোধন করেন দু’দেশের প্রধানমন্ত্রী। এই রেল সংযোগটি ভারত ও বাংলাদেশের মধ্যকার ৫ম রেল সংযোগ।

এই রেলপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে পাথর ও বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, ফ্লাই অ্যাশ, ক্লে, চুনাপাথর, কাঠ ও টিম্বার ইত্যাদি। বাংলাদেশ থেকে ভারতে সকল রপ্তানিযোগ্য পণ্যই অনুমোদিত।

চালু হওয়া এই রেল সংযোগ ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে শক্তিশালী করবে। এটি আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক

উন্নয়নকে গতিশীল করতে প্রধান বন্দর ও স্থল বন্দরগুলিতে রেল নেটওয়ার্কের প্রবেশাধিকার বৃদ্ধি করবে।