1 crore people : রমজানকে সামনে রেখে ‘হাসিনা সরকারের উদ্যোগ’ সাশ্রয়ীমূল্যের পণ্য নিয়ে কোটি মানুষের কাছে বাণিজ্যমন্ত্রক
- আপডেট সময় : ০৯:২৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২ ২৮৩ বার পড়া হয়েছে
‘চাহিদার চেয়ে অতিরিক্ত পণ্য মজুত, গতিশীল সরবারাহ এবং মূল্য স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে সরকার’
আমিনুল হক, ঢাকা
বাংলাদেশে দোরগোড়ায় রমজান। সিয়াম সাধনার এই মাসে কতিপয় ব্যবসায়ী আমানবিক হয়ে ওঠেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিক বৈঠকে আক্ষেপ করে বলেছিলেন, ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে দুনিয়ায় পণ্যমূল্য কমানো হয়, আর বাংলাদেশে বৃদ্ধি পায়!
অবশ্য ‘রমজানকে সামনে রেখে’ একশ্রেণীর ব্যবসায়ী গোষ্ঠীর নানা ফন্দিফিকিরে পণ্যের কৃত্রিম সংকটের গুজব রটিয়ে ফায়দা লুটার তালে থাকেন। সংঘবদ্ধ এসব ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবার ঘোষণা আগেই দিয়েছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সম্প্রতি সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিক বৈঠক জানিয়ে দিয়েছেন, দেশে পণ্যে অঢেল মজুত। দাম বাড়ার যুক্ত নেই। সহনশীল হবে ক্রেতা সাধারণের। স্বাভাবিক নিয়মে পণ্য কিনলে দাম বৃুদ্ধর সুযোগটি নিতে পারেন না সুযোগসন্ধ্যানীরা।
রমজান মাসকে সামনে রেখে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে বাণিজ্যমন্ত্রক। ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ’র মাধ্যমে (টিসিবি) পণ্যবিক্রিতে গরমিল এড়াতে দারিদ্র বিবেচনায় ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রকের অধীন প্রতিষ্ঠান টিসিবি কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার এককোটি নিম্নআয়ের পরিবারের কাছে সাশ্রয়ীমূলে টিসিবি’র পণ্য বিক্রি করবে। যেটি শুরু হবে ২০ মার্চ থেকে। দেশব্যাপী দুই কিস্তিতে পণ্যবিক্রি করা হবে। পাশাপাশি ভ্রাম্যমান ট্রাকেও পণ্যবিক্রি চলমান থাকবে। বাণিজ্যমন্ত্রী জানান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহায়তায় স্থানীয় জনসংখ্যা, দারিদ্রের সূচক বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরী করা হয়েছে। যার সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৫ কোটি মানুষ। বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ড হোল্ডারদের পণ্য বিক্রয়ের স্থান ও সময় জানিয়ে দেয়া হবে।
প্রতিটি কার্ডের অনুকুলে থাকছে ১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৫০ টাকা দরে ২ কেজি ছোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষণা অনুযায়ী দেশব্যাপী এসব পণ্য সুষ্ঠু ভাবে বিক্রি করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা কামনা করা হয়েছে। এক্ষেত্রে দেশের মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন বাণিজ্যমন্ত্রী। ২০ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ এবং পরবর্তী ৩ এপ্রিল ২০ এপ্রিল পর্যন্ত দুই ধাপে কোটি পরিবার পাবেন ন্যায্যমূল্যের এসব পণ্য।




















