ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনা সদর দপ্তর জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলন, বিশ্ব শান্তির নতুন দিগন্তে ভারত ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের নোবেল শান্তি পুরস্কার থেকে ট্রাম্পের নাম বাদ কেন? জানালো কমিটি সাহিত্যাঙ্গনে শোকের ছায়া: চলে গেলেন সৈয়দ মনজুরুল ইসলাম প্রজননকালীন নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মা পারে প্রকাশ্যে ইলিশ বিক্রির হাট! খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত সংকট, ক্ষতির শতকোটি টাকা ফিলিপাইনে ভূমিকম্প ও বিপর্যয়ের  এক বছরের চিত্র অন্তর্বর্তী সরকার কেন যুদ্ধবিমান কিনছে, চীনের ২০টি জে-১০ সিই ক্রয়ে বিতর্ক ১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ’ ঐতিহাসিক দলিলে নেতৃত্ব দেবেন ড. ইউনূস

৯ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড.  ইউনূস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

৯ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড.  ইউনূস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগদান শেষে ৯ দিনের নিউইয়র্ক সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা অভিমুখে যাত্রা করেন তিনি। বিমানবন্দরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এমদাদ আরিফুল ইসলাম তাকে বিদায় জানান।

নিউইয়র্ক সফরে অধ্যাপক ইউনূস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। সেখানে তিনি বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

৩০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত “রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক” উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

২৯ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, রোহিঙ্গা ইস্যু এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই দিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্রান্ডি তার সঙ্গে দেখা করেন। শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার বিষয়টি আলোচনায় স্থান পায়। এছাড়া জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রপুঞ্জ বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সফরকালে অধ্যাপক ইউনূস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা হয়। এসময় তিনি বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নসহ নানা বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন। অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এ সফর বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরা, রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সমর্থন আহ্বান এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে এই সফরের মাধ্যমে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছিলেন। নয় দিনের এই ব্যস্ত সফর শেষে তার দেশে ফেরা বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন কূটনৈতিক মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৯ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড.  ইউনূস

আপডেট সময় : ০৫:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগদান শেষে ৯ দিনের নিউইয়র্ক সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা অভিমুখে যাত্রা করেন তিনি। বিমানবন্দরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এমদাদ আরিফুল ইসলাম তাকে বিদায় জানান।

নিউইয়র্ক সফরে অধ্যাপক ইউনূস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। সেখানে তিনি বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

৩০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত “রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক” উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

২৯ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, রোহিঙ্গা ইস্যু এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই দিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্রান্ডি তার সঙ্গে দেখা করেন। শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার বিষয়টি আলোচনায় স্থান পায়। এছাড়া জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রপুঞ্জ বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সফরকালে অধ্যাপক ইউনূস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা হয়। এসময় তিনি বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নসহ নানা বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন। অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এ সফর বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরা, রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সমর্থন আহ্বান এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে এই সফরের মাধ্যমে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছিলেন। নয় দিনের এই ব্যস্ত সফর শেষে তার দেশে ফেরা বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন কূটনৈতিক মহল।