৩০ বছরের ইতিহাসে বিশাল আকৃতির ‘শাপলাপাতা’ মাছ!
- আপডেট সময় : ০৯:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ ২৯২ বার পড়া হয়েছে
‘শাপলাপাতা’ মাছ
একমাছের দামই ১ লাখ ৪০ হাজার টাকা
৩০ বছরের ইতিহাসে এটিই প্রথম! এর আগে এতো বিশাল আকৃতির মাছ মেলেনি। প্রাকৃতিক
মৎস্য ভান্ডার বঙ্গোপসাগর। হাজারো মানুষের বেচে থাকার উৎস্য। কোন মাছ মেলে না সাগরে?
বরাবরের মতো মাছ ধরতে সাগরে যায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার একটি ফিশিং ট্রলার।
ট্রলার পৌছে যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। নিয়ম মাফিক জাল
ফেলা হয়। মেঘলা আকাশ, হাল্কা বাতাস। এক পর্যায়ে জাল টানতে গিয়ে মনে হচ্ছে জাল খুব
ভারী! ব্যাপার কি-তাহলে কি বড় আকারের কোন কিছু আটকে গিয়েছে জালে। সতর্ক হন
মৎস্যজীবীরা।
এরপর জাল টানতে গিয়ে দেখা গেলো ধরা বিশাল আকৃতির ‘শাপলাপাতা’ মাছ আটকে জালে।
মুহূর্তে আনন্দে আত্মহারা মৎস্যজীবীরা। তাদের ভাষায় ৩০ বছরে এতোটা বিশাল আকৃতির
শাপলাপাতা মাছ তারা দেখেননি। অবশেষে ক্রেন দিয়ে ইঞ্চিনচালিত নৌকায় তুলে বাগেরহাট
মঙ্গলবার শহরতলীর খানজাহান আলী মাজার হাটে আনা হয় মাছটি। খবর পেয়ে মাছটি দেখতে
আশপাশের উৎসক মানুষের ঢল নামে। এখানের আড়তে মাফার পর ওজন দাঁড়ায় ১০মন। মৎস্য
ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার ৫২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে
মাছটি কেটে ৩৫০ টাকা কেজি দরে ১ লাখ ৪০ হাজার টাকা বিক্রি করা হয়। মাছটি বিক্রি করতে
সময় লাগে মাত্র দুই ঘণ্টা।






















