হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো সরকার
- আপডেট সময় : ০২:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি দাবি করেন, এই হামলা পরিকল্পিত এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই সংঘটিত হয়েছে। সরকার এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই বরদাশত করবে না বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হামলাকারীদের বিষয়ে যে কেউ নির্ভরযোগ্য তথ্য দিলে তা যাচাই করে পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি।



















