শিশু সুরক্ষায় প্রয়োজন আইনী সহায়ক পরিবেশ
- আপডেট সময় : ০৯:২৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
শিশু বান্ধব উপজেলার রূপরেখা প্রণয়ন বিষয়ক সংলাপ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ইনসিডিন বাংলাদেশ একটা লম্বা ধরে সুবিধা বঞ্চিত এবং তৃণমূল পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করে চলেছে। সংস্থাটির এবারের লক্ষ্য হচ্ছে,
শিশু শ্রম নিরসন জাতীয় কর্মপরিকল্পনা ২০২২-২৫ বাস্তবায়নে শিশু বান্ধব উপজেলা রূপরেখা প্রণয়ণ।
বাংলাদেশের শিশু শ্রমিকের ৮৩ শতাংশ গ্রামে বাস করে। যাদের বেশিমুর ভাগই কৃষিকাজের সঙ্গে যুক্ত।
ইনসিডিন বাংলাদেশ সেই লক্ষ্যকে সামনে রেখে ‘এড্রেসিং চাইল্ড লেবারইন এগ্রিকালচারাল সাপ্লাই চেইন্স, গ্লোবাল টু লোকাল’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের মাধ্যমে শিশু সুরক্ষায় প্রয়োজনীয় আইনী সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসী ও প্রচরণা মাধ্যমে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করছে।
কাজের ধারাবাহিকতায় ইনসিডিন বাংলাদেশ ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম যৌথভাবে বুধবার (২১জুন) বাংলাদেশ পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সেমিনার রুমে (দ্বিতীয় তলা) শিশু বান্ধব উপজেলার রূপরেখা প্রণয়ন বিষয়ক একটি সংলাপ আয়োজন করেছে।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি মো. শামসুল হক টুকু।

বিশেষ অতিথি হিসাবে অংশ নেবেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রক সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক, বিরোধী দলীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সহ সভাপতি আরমা দত্ত, সংসদ সদস্য ডা. সামিউল উদ্দিন আহমেদ শিমুল, গ্লোরিয়া ঝর্ণা সরকার, শবনম জাহান ও সৈয়দা রুবিনা আক্তার।
সংলাপে মূল বক্তব্য উত্থাপন করবেন ইনসিডিন-বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী। সভাপতিত্ব করবেন শিশু অধিকার ফোরামের সভাপতি মো. মাহবুবুল হক। সংলাপে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন সংসদ সদস্য এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।




















