ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে ‘বিধর্মী সংসদ সদস্য থাকতে পারে না’ জামায়াতের জনসভা ঘিরে বিতর্ক তায়কোয়ানডো প্রতিযোগিতা সিনিয়রে আনসার, জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবর জিয়ারত করলেন তারেক রহমান অনিশ্চয়তায় অমর একুশে বইমেলা, পহেলা ফেব্রুয়ারিতে একদিনের প্রতীকী আয়োজন দেশপ্রেমের নামে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে তারা: চরমোনাই পীর ঢাকায় ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য: সড়কে  বিশৃঙ্খলা, দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় সেনা অভিযান, একাধিক সরঞ্জাম উদ্ধার পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২ জন অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে আহত কিশোরের মৃত্যু বাংলাদেশ ক্রিকেট ইস্যুতে মন্তব্যের পর ভারতে মুসলিম অভিনেতা কেআরকের গ্রেফতার, বিতর্ক তুঙ্গে

মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনা সদর দপ্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনা সদর দপ্তর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। তাদের বিরুদ্ধে গুম ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। শনিবার সেনা সদরে সংবাদ সম্মেলনে এতথ্য জানান,  বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।  

মি. হাকিমুজ্জামান জানান,  গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা।

এদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে, আর কর্মরত ১৫ জনকে সেনাসদর হেফাজতে নিয়েছে। হাকিমুজ্জামান জানান, ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর সেনা সদর ১৬ জনকে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়। ১৫ জন উপস্থিত হলেও মেজর জেনারেল কবীর আহাম্মদ নিখোঁজ রয়েছেন। দুই মামলার প্রধান আসামি হিসেবে নাম এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং র‌্যাব ও ডিজিএফআইয়ের কয়েকজন সাবেক মহাপরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।

গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ডিজিএফআই, র‌্যাব, ডিবি ও পুলিশের কয়েকটি ইউনিটের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।  অন্তর্বর্তী সরকার গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়ায় গুমের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন দিয়েছে।

এর মধ্যে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের মামলায় ১৩ জন আসামি। ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

৯ অক্টোবরের মধ্যে তাদের আসার জন্য নোটিস দেওয়া হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন সেনা কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত হয় এবং তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তারা পরিবার থেকে আলাদা রয়েছেন। সিটিআইবি ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক কবীর আহাম্মদের বিষয়ে মো. হাকিমুজ্জামান বলেন, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনা সদর দপ্তর

আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। তাদের বিরুদ্ধে গুম ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। শনিবার সেনা সদরে সংবাদ সম্মেলনে এতথ্য জানান,  বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।  

মি. হাকিমুজ্জামান জানান,  গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা।

এদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে, আর কর্মরত ১৫ জনকে সেনাসদর হেফাজতে নিয়েছে। হাকিমুজ্জামান জানান, ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর সেনা সদর ১৬ জনকে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়। ১৫ জন উপস্থিত হলেও মেজর জেনারেল কবীর আহাম্মদ নিখোঁজ রয়েছেন। দুই মামলার প্রধান আসামি হিসেবে নাম এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং র‌্যাব ও ডিজিএফআইয়ের কয়েকজন সাবেক মহাপরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।

গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ডিজিএফআই, র‌্যাব, ডিবি ও পুলিশের কয়েকটি ইউনিটের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।  অন্তর্বর্তী সরকার গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়ায় গুমের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন দিয়েছে।

এর মধ্যে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের মামলায় ১৩ জন আসামি। ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

৯ অক্টোবরের মধ্যে তাদের আসার জন্য নোটিস দেওয়া হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন সেনা কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত হয় এবং তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তারা পরিবার থেকে আলাদা রয়েছেন। সিটিআইবি ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক কবীর আহাম্মদের বিষয়ে মো. হাকিমুজ্জামান বলেন, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ।