ভারতের দয়া নয়, আওয়ামী লীগ নিজেরদের শক্তিতেই ঠিকে আছে
- আপডেট সময় : ০৮:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ভারতের দয়া নয়, আওয়ামী লীগ নিজেরদের শক্তিতেই ঠিকে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দলীয় কার্যালয়ে সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের কোন দয়া নয়, আওয়ামী লীগ নিজেদের শক্তিতেই ঠিকে রয়েছে। ভারতকে খুশি করার দরকার আমাদের নেই। আমরা নিজেদের শক্তিতে টিকে আছি, ভারতের দয়াতে নয়।
ভারত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না সম্প্রতি বিরোধী দল বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়ের মন্তব্য প্রসঙ্গ টেনে উক্ত কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছিল, তখন ভারত একটা কথাও বলেনি, কোনো ভূমিকা রাখেনি। নিজের দেশকে এভাবে ছোট করা গয়েশ্বরদেরই মানায়।
এসময় বিএনপিকে লক্ষ্য করে কাদের বলেন, তাদের ঘরে ও বাইরে গণতন্ত্র নেই। বিএনপি ভোটারদের ভয় পায়, একারণে নির্বাচনে অংশ নেয় না। যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে পারে তারা দেশের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারে। বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস ও রক্তপাত। কাজেই গোটা রাজধানীকে যদি তাদের ওপর ছেড়ে দেয়া হয়, তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যা হয়। সেজন্য আমাদের মাঠে থাকতে হয়।
কোনো পাল্টাপাল্টি নয়, জনগণের সুরক্ষার জন্যই আওয়ামী লীগকে মাঠে থাকতে হয়। সমাবেশ থেকে সন্ত্রাস, নৈরাজ্যটাই বিএনপির রাজনীতি। তাই আমাদের সজাগ থাকতে হবে। বিএনপি সুযোগ পেলেই ফনা তুলে রাষ্ট্র ও জানমালের ক্ষতি করবে। এসময় কাদের আরও বলেন, শেখ হাসিনা নির্বাচন কমিশনকে শান্তিপূর্ণ রেখেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ধান কাটার মৌসুম। অনেক এলাকায় ঝড় হয়েছে।
একারণে ভোট কিছুটা কম পড়েছে। বিএনপির আমলে কোনো নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে? প্রশ্ন কাদেরের। বিএনপির ভোট বর্জনের আহ্বানকে দলের নেতাকর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দলটি যাদের বহিষ্কার করেছে তাদের মধ্যে অনেকেই নির্বাচিত হয়েছে। কারণ তাদের কোনো নেতাকর্মী দলের সিদ্ধান্ত মানে না।
আবার নৈরাজ্য করলে বিএনপি ডাবল শিক্ষা পাবে মন্তব্য করে কাদের বলেন, নৈরাজ্য করে বিএনপি নেতারা একটা শিক্ষা পেয়েছে। আবার নৈরাজ্য, সন্ত্রাস ও অরাজকতা করলে এবার ডাবল শিক্ষা পাবে। আমরা বসে নেই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বশক্তি দিয়ে লড়বো।




















